হ্যাকিং মামলায় নিনটেনডোর পকেটে ২০ লাখ ডলার

উবারচিপস নামের একটি ওয়েবসাইটের বিরুদ্ধে আইনি লড়াইয়ে জিতে ২০ লাখ মার্কিন ডলার পেয়েছে নিনটেনডো। নিনটেনডোর সুইচ গেইমিং কনসোলে পাইরেটেড গেইম খেলার জন্য প্রয়োজনীয় টুল বিক্রি করতো ওয়েবসাইটটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2020, 06:28 PM
Updated : 2 Oct 2020, 06:28 PM

প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বিনামূল্যে গেইম ইনস্টল এবং খেলার জন্য দরকারি হার্ডওয়্যার এবং সফটওয়্যার বিক্রির অভিযোগ ছিলো উবারচিপস-এর বিরুদ্ধে।

মীমাংসার অংশ হিসেবে অবশ্যই সব শেয়ার নষ্ট করে দিতে হবে উবারচিপসকে এবং ওয়েবসাইটের ডোমেইন নাম নিনটেনডোর কাছে হস্তান্তর করতে হবে।

বিক্রিত টুলগুলো বানিয়েছে হ্যাকিং গ্রুপ ‘টিম-এক্সিকিউটার’। এই দলটির বিরুদ্ধেও মামলা করতে চেয়েছিলো নিনটেনডো।

মামলার তথ্য অনুযায়ী, এসএক্স ওএস নামের একটি অননুমোদিত অপারেটিং সিস্টেম নকশা ও তৈরি করতো টিম-এক্সিকিউটার। আর এই অপারেটিং সিস্টেম ইনস্টলের জন্য টুলও সরবরাহ করছিলো দলটি।

নিনটেনডো সুইচ এবং সুইচ লাইট কনসোলের সঙ্গে কাজ করে টুলগুলো।

পদক্ষেপ নেওয়ার পর বন্ধ হয়েছে সাইটটি। গ্রাহকদের জন্য সাইটটিতে লেখা দেখানো হচ্ছে, “দুর্ভাগ্যজনক বেশ কিছু ঘটনা ঘটেছে।”

এসএক্স পণ্যের সব প্রি-অর্ডার বাতিল করেছে উবারচিপস। অর্থও ফেরত দেবে সাইটটি।

জুন মাসে পাইরেসির খবরের ওয়েবসাইট টরেন্ট ফ্রিককে টিম-এক্সকিউটার দাবি করেছিলো, নিনটেনডোর ডিভাইস নিয়ে কারসাজি করার অধিকার তাদের রয়েছে।

টিম-এক্সিকিউটারের পণ্য বিক্রি করছে এমন আরও আটটি সাইটের বিরুদ্ধেও মামলা করেছে নিনটেনডো।