চারশ' হাসপাতালের পরিচালনা প্রতিষ্ঠানে ম্যালওয়্যার হামলা

ম্যালওয়্যার হামলার শিকার হয়ে পাঁচ দিন সেবা বন্ধ থাকার পর বাণিজ্যিক নেটওয়ার্ক পুনরুদ্ধারের কথা বলেছে ইউনিভার্সাল হেলথ সার্ভিসেস। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে প্রায় চারশ’ স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং হাসপাতাল পরিচালনা করে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2020, 12:50 PM
Updated : 2 Oct 2020, 12:50 PM

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, হাসপাতাল নেটওয়ার্ক শীঘ্রই “পুনরুদ্ধার এবং পুনরায় নেটওয়ার্কে যুক্ত হবে” বলে তারা আত্মবিশ্বাসী।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, নেটওয়ার্ক পুনরায় চালু করার জন্য নির্দিষ্ট কোনো সময় না দিলেও প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের বাণিজ্যিক পর্যায়ের প্রশাসনিক ব্যবস্থা যুক্ত থাকলে বুঝতে হবে “পুনরুদ্ধার প্রক্রিয়া শেষ হয়েছে বা প্রাধান্য দিয়ে এটির কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।”

যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে প্রায় চারশ’ স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং হাসপাতাল পরিচালনা করে ইউনিভার্সাল। রোববার ম্যালওয়্যার হামলার পর থেকে ব্যবস্থা পুনরুদ্ধারের চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।

ঠিক কী কারণে এমন ঘটনা ঘটেছে সে বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউনিভার্সাল। তবে এটিকে র‍্যানসমওয়্যার হামলা হিসেবে বর্ণনা করেছেন কর্মী এবং বাইরের বিশেষজ্ঞরা।

ম্যালওয়্যার হামলার এই ঘটনায় যুক্তরাজ্যের কার্যক্রম আক্রন্ত হয়নি বলেও জানিয়েছে ইউনিভার্সাল হেলথ সার্ভিসেস।