‘যন্ত্রাংশে নিরাপত্তা ঝুঁকি নেই’, প্রমাণ দিতে প্রস্তুত হুয়াওয়ে

নিজেদের প্রযুক্তিতে নিরাপত্তা ঝুঁকি নেই আরেকবার এমন দাবি করেছে হুয়াওয়ে। কেউ যদি এই বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখতে চায়, সেক্ষেত্রেও তারা প্রস্তুত বলে দাবি করেছে চীনা এই টেলিযোগাযোগ জায়ান্ট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2020, 03:12 PM
Updated : 30 Sept 2020, 03:12 PM

প্রতিবেদনে রয়টার্স বলেছে, ৫জি নেটওয়ার্ক তৈরিতে প্রয়োজনীয় যন্ত্রাংশসহ অন্যান্য সব যন্ত্রাংশের পরীক্ষা দিতে হুয়াওয়ে প্রস্তুত বলে বুধবার দাবি করেছেন প্রতিষ্ঠানের ইতালীয় বিভাগের প্রধান।

রোমে হুয়াওয়ের সাইবার নিরাপত্তা কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ইতালীয় বিভাগের প্রেসিডেন্ট লুইগি ডি ভেচ্চিস বলেছেন, “আমরা আমাদের ভেতরের বিষয়গুলো উন্মুক্ত করবো, সব ধরনের রাজনৈতিক চাপে সাড়া দিয়ে পরীক্ষা দিতে আমরা প্রস্তুত।”

ভেচ্চিস আরও বলেছেন, সব ধরনের চাপের পরও ইতালির বাজার ছাড়ার কোনো ইচ্ছা নেই হুয়াওয়ের। আর ইতালিতে কোনো ৫জি চুক্তি বাতিল হওয়ার পেছনে ইতালি সরকারের কোনো কৌশলগত সিদ্ধান্ত রয়েছে কি না, সে বিষয়ে কিছু জানেন না বলেও জানিয়েছেন তিনি।

হুয়াওয়ের যন্ত্রাংশে নিরাপত্তা ঝুঁকির কথা বলে ইতালি এবং অন্যান্য ইউরোপিয়ান মিত্র দেশগুলোকে পরবর্তী প্রজন্মের নেটওয়ার্ক তৈরিতে হুয়াওয়ের যন্ত্রাংশ ব্যবহারে বিরত থাকার পরামর্শ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

এদিকে যুক্তরাষ্ট্রের এই দাবি বরাবরই নাকচ করছে চীনা প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি।