বিভ্রাটের কবলে অ্যাপল টিভি প্লাস, মিউজিক, ফটোস

বিভ্রাটের কবলে পড়েছিল মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। অনেক ব্যবহারকারীই অ্যাপল ডিভাইস থেকে মিডিয়াতে প্রবেশ করতে পারছিলেন না, পাচ্ছিলেন ‘এরর মেসেজ’।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2020, 01:53 PM
Updated : 30 Sept 2020, 01:53 PM

পরে বিভ্রাটের খবরটি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটির স্ট্যাটাস পেইজও । প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট জানিয়েছে, আক্রান্ত হয়েছিল মার্কিন টেক জায়ান্টের অ্যাপল টিভি প্লাস, অ্যাপল মিউজিক ও ফটোস সেবাগুলো।

বিভ্রাটের ফলে অনেকে সেবায় প্রবেশ করতে পারেননি, অনেকে আবার প্রবেশ করতে পারলেও ঠিকমতো সেবাটি ব্যবহার করতে পারেননি। ধীরগতির হয়ে গিয়েছিল সব। বিভ্রাটের কারণে কোনো রকমের সমস্যার সম্মুখীন হননি এরকম ব্যবহারকারীও ছিলেন বলে উল্লেখ করেছে এনগ্যাজেট।

অ্যাপলের স্ট্যাটাস পেইজের তথ্য অনুসারে, বৃহস্পতিবার সকাল ৬টার (বাংলাদেশ সময়) দিকে সমস্যা শুরু হয়েছিল।

অ্যাপলের এ ঘটনা ঘটার এক দিন আগেই বিভ্রাটের কবলে পড়েছিল মাইক্রোসফটের আউটলুক ও অফিস৩৬৫ সেবাসমূহ। মূলত অথেনটিকেশন সমস্যার মুখে পড়েছিল মাইক্রোসফটের সেবা। সোমবার মাইক্রোসফট ৩৬৫ সেবায় নতুন পরিবর্তন এনেছিল সফটওয়্যার জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটি। এর পরপরই শুরু হয় বড় ধরনের ওই বিভ্রাট।

গত মাসের শেষভাগে বিভ্রাটের কবলে পড়েছিল গুগলের জি স্যুট সেবাগুলো। অনেক জিমেইল ব্যবহারকারী ওই সময় মেইল পাঠাতে পারেননি এবং মেইলের সঙ্গে ফাইল অ্যাটাচ করতে পারেননি। অনেকে ফাইল আপলোড করতে পারেননি ড্রাইভেও।