হ্যাকিংয়ের শিকার জার্মান হাসপাতাল: মারা গেলেন রোগী
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Sep 2020 06:24 PM BdST Updated: 20 Sep 2020 06:24 PM BdST
-
ছবি: রয়টার্স
জার্মান একটি হাসপাতালে সাইবার হামলা চলাকালীন এক নারী মারা যাওয়ায় হত্যা তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।
বিবিসি’র প্রতিবেদন বলছে, ডুসেলডর্ফ ইউনিভার্সিটি হসপিটালে সাইবার হামলার এই ঘটনায় কম্পিউটার ব্যবস্থা অকেজো করে দেয় হ্যাকাররা। হামলা চলাকালীন এক রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরের চেষ্টা করছিলেন ডাক্তাররা। সে সময়ই মারা গেছেন ওই রোগী।
এ ঘটনায় শনিবার আনুষ্ঠানিকভাবে ‘অবহেলায় হত্যা’ মামলা করেছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী। হ্যাকারকে দোষারোপ করা যেতে পারে বলে দাবি করেছেন ওই আইনজীবী।
সাইবার হামলার কারণে প্রাণহানীর এটিই প্রথম ঘটনা বলে নিশ্চিত করেছেন এক বিশেষজ্ঞ।
৯ সেপ্টেম্বর রাতে র্যানসওয়্যার হামলার শিকার হয় ডুসেলডর্ফ ইউনিভার্সিটি হসপিটাল। হামলার মাধ্যমে ডেটা সংকেতায়িত করে কম্পিউটার ব্যবস্থা অকেজো করে দিয়েছে হ্যাকার দল।
সাইবার হামলার শিকার হওয়ায় ডুসেলডর্ফ থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে উইপেরটালের একটি হাসপাতালে স্থানান্তর করা হয় ওই রোগীকে।
স্থানীয় কিছু প্রতিবেদন বলেছে, হাসপাতালে হামলার উদ্দেশ্য ছিল না হ্যাকারদের এবং তারা ভিন্ন একটি ইউনিভার্সিটিকে লক্ষ্য বানানোর চেষ্টা করছিলো। হ্যাকাররা যখনই ভুল বুঝতে পেরেছে তখনই কোনো মুক্তিপণ দাবি ছাড়াই হাসপাতালকে ‘ডিক্রিপশন কি’ দিয়েছে।
হ্যাকিং এবং রোগীর মৃত্যুর মধ্যে কোনো সংযোগ রয়েছে কি না, তা তদন্ত করতে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদেরকে কাজে লাগিয়েছেন গোয়েন্দারা। সম্ভবত হাসপাতালেও তদন্ত হবে।
জার্মানির জাতীয় সাইবার-নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, কম্পিউটার ব্যবস্থা পুনরায় চালু করতে হাসপাতালের আইটি কর্মীদের সহায়তা করা হচ্ছে।
জার্মানির জাতীয় সাইবার-নিরাপত্তা কর্তৃপক্ষের প্রেসিডেন্ট আর্নি শনবম বলেন, সিটিরিক্সের তৈরি ভিপিএন সফটওয়্যারের একটি দূর্বলতা কাজে লাগিয়ে সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। আর অন্যান্য সংস্থাকে সতর্ক থাকতে বলেছে কর্তৃপক্ষ।
-
অ্যামাজনের টিভি সিরিয়াল ‘দেখা যাবে’ মহাকাশ থেকে
-
মহাকাশ স্টেশনে পৌঁছেছে বোয়িংয়ের ক্যাপসুল
-
ডেটিং অ্যাপে বিকল্প লেনদেনে সাময়িক অনুমোদন গুগলের
-
চীনের বাইরে উৎপাদন বাড়াতে চায় অ্যাপল
-
রাশিয়ার প্রযুক্তি নিরাপত্তা নিয়ে কথা বলছেন পুতিন
-
ইউক্রেইন যুদ্ধের ‘ভুল তথ্য’ আটকাতে টুইটারের সতর্ক বার্তা
-
বাণিজ্যবান্ধব ক্লাউডভিত্তিক টুল আনছে হোয়াটসঅ্যাপ
-
ফিশিং আক্রমণ ঠেকাতে সতর্কবার্তা দেখাবে গুগল চ্যাট
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- পিএসজির গোল উৎসবে এমবাপের হ্যাটট্রিক
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
- আমাকে ‘বুড়া’ ডেকেছিল: ঢাবির পঞ্চাশোর্ধ্ব ভর্তি পরীক্ষার্থী বেলায়েত
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- আইনপ্রণেতা হাজি সেলিম দণ্ড নিয়ে কারাগারে
- জামিন নয়, নর্থ সাউথের চার ট্রাস্টিকে পুলিশে দিল হাই কোর্ট
- স্বপ্নময় শুরুর পর লাইপজিগের প্রথম শিরোপা