স্বচালিত গাড়ি: কোনো চালক রাখতে হবে না অ্যামাজনকে

স্ব-চালিত গাড়ির জন্য ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য কর্তৃপক্ষের অনুমোদন পেয়েছে অ্যামাজন মালিকানাধীন জুক্স ইনকর্পোরেটেড। অনুমোদন বলছে, গাড়িতে কোনো ‘ব্যাক-আপ’ চালকও রাখতে হবে না প্রতিষ্ঠানটিকে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2020, 01:03 PM
Updated : 19 Sept 2020, 01:03 PM

একেবারেই চালকবিহীন গাড়ি পরীক্ষার অনুমোদনকে অ্যামাজনের জন্য বিশাল বিজয় হিসেবেই দেখা হচ্ছে। জুনেই স্টার্টআপটি কিনে নিয়েছে অ্যামাজন।

যে কয়টি বড় প্রযুক্তি প্রতিষ্ঠান স্বচালিত গাড়ি প্রকল্পে লক্ষণীয় বিনিয়োগ করেছে তার মধ্যে অন্যতম এই রিটেইল জায়ান্ট  অ্যামাজন। গত বছরের শুরুতেই অরোরা ইনোভেশন নামের আরেক স্ব-চালিত গাড়ি প্রযুক্তি স্টার্টআপেও ৫৩ কোটি ডলার বিনিয়োগ করে রেখেছে অ্যামাজন।

রয়টার্স জানিয়েছে, নতুন অনুমোদনে দুটি স্ব-চালিত গাড়ি চালক ছাড়াই পরীক্ষা করতে পারবে জুক্স।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ‘ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকেলস’ এক বিবৃতিতে জানিয়েছে, ফস্টার সিটি প্রধান কার্যালয়ের নিকটবর্তী সুনির্দিষ্ট রাস্তায় গাড়ি দুটি পরীক্ষা করে দেখতে পারবে প্রতিষ্ঠানটি।

এরই মধ্যে ক্যালিফোর্নিয়ার রাস্তায় অ্যালফাবেট মালিকানাধীন ওয়েইমো, চীনা স্টার্টআপ অটোএক্স এবং নুরো ইনকর্পোরেট স্ব-চালিত গাড়ি পরীক্ষার অনুমোদন পেয়েছে।