দিদি’র শেয়ারের আংশিক বিক্রি করতে চায় উবার

চীনা রাইড হেইলিং প্রতিষ্ঠান দিদি ছুশিংয়ে উবারের ৬৩০ কোটি মার্কিন ডলার মূল্যের শেয়ারের কিছু অংশ বিক্রির পরিকল্পনা করছে মার্কিন প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2020, 03:50 PM
Updated : 17 Sept 2020, 03:50 PM

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার প্রতিবেদনে ব্লুমবার্গ বলেছে, নগদ অর্থ বাড়ানোর লক্ষ্যেই দিদি’র শেয়ার বিক্রির পরিকল্পনা করছে উবার।

শেয়ার বিক্রি বিষয়ে দিদি এবং জাপানি সফটব্যাংক গ্রুপ কর্পোরেশনের সঙ্গে আলোচনা করছেন উবার প্রধান দারা খোসরোশাহি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, সম্ভবত দিদিতে উবারের ১৫ শতাংশ শেয়ার কিনতে অন্যান্য বিনিয়োগকারীর সঙ্গে দলবদ্ধ হচ্ছে সফটব্যাংক।

এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি উবার বা সফটব্যাংক। আর প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য নেই বলে জানিয়েছে দিদি।

চলতি বছর এপ্রিলে উবার জানিয়েছে, কোভিড-১৯ মহামারীর প্রভাবে বিভিন্ন খাতে   প্রতিষ্ঠানটির বিনিয়োগের মূল্য ২২০ কোটি ডলার কমে যাবে বলে অনুমান করছে তারা।

উবারের তথ্যমতে রাশিয়ার ইয়ানডেক্স ট্যাক্সি সেবায় ৩৭ শতাংশ এবং সিঙ্গাপুরের গ্র‍্যাবে প্রায় ১৮ শতাংশ শেয়ার রয়েছে প্রতিষ্ঠানটির।

করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্বজুড়েই আয় কমেছে উবারের। এ কারণে কয়েক হাজার কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি বিভিন্ন দেশে কিছু সেবাও বন্ধ করেছে উবার।