ক্যাপশন লিঙ্কে অর্থ নেওয়ার পরিকল্পনায় ইনস্টাগ্রাম

ছবির ক্যাপশনে লিঙ্ক যোগ করতে হলে মূল্য দিতে হবে গ্রাহককে, ইনস্টাগ্রামের ভবিষ্যত পরিকল্পনা সম্ভবত এমনটাই। ফেইসবুকের এক পেটেন্ট আবেদন অন্তত এমন ইঙ্গিতই দিচ্ছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2020, 03:03 PM
Updated : 14 Sept 2020, 03:03 PM

প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদন বলছে, ২০১৬ সালে ফেইসবুকের এই পেটেন্ট আবেদনে দেখা গেছে ছবিতে ইউআরএল যোগ করলে একটি পপ-আপ পর্দায় গ্রাহকের কাছে অর্থ চাচ্ছে ইনস্টাগ্রাম। লিঙ্কটি সক্রিয় করতে গ্রাহক দুই মার্কিন ডলার দিতে চান কিনা সে বিষয়ে গ্রাহকের সম্মতি চাচ্ছে প্রতিষ্ঠানটি।

পেটেন্ট আবেদনে ফিচারটির ব্যাখ্যায় ফেইসবুক বলেছে, “অনলাইন ব্যবস্থাটি যদি শনাক্ত করতে পারে যে, ক্যাপশনের মধ্যে কোনো লিঙ্ক রয়েছে যা ওয়েব অ্যাড্রেসের সঙ্গে যুক্ত, সেক্ষেত্রে লিঙ্কটি পোস্ট করতে গ্রাহকের কাছ থেকে ফি নেওয়া হবে।”

ইনস্টাগ্রামের বিরুদ্ধে বড় অভিযোগগুলোর একটি হলো স্টোরি, পণ্য বা পোস্টের অন্য কোথাও ইউআরএল যোগ করতে পারেন না গ্রাহক। অর্থের বিনিময়ে এখন সেই সুযোগ দিতে পারে ফেইসবুকের ছবি শেয়ারিং অ্যাপটি।

এখন প্রশ্ন থেকে যাচ্ছে ছবির ক্যাপশনে ইউআরএল যোগ করতে গ্রাহক রাজি হবেন কি না?