মঙ্গলে ৮কে ক্যামেরা পাঠাবে জাপান

মঙ্গল গ্রহে এবং মঙ্গল গ্রহের চাঁদে ৪কে এবং ৮কে ক্যামেরা পাঠাবে জাপান। এ লক্ষ্যে ৪কে এবং ৮কে ক্যামেরা তৈরি করছে ‘জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি’ এবং দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার প্রতিষ্ঠান ‘এনইচকে’।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2020, 02:09 PM
Updated : 14 Sept 2020, 02:09 PM

ওই ক্যামেরা ব্যবহার হবে আসন্ন ‘মার্শিয়ান মুন এক্সপ্লোরেশন’ (এমএমএক্স) মিশনে। মঙ্গল এবং মঙ্গলের চাঁদ ‘ফোবোস’ ও ‘ডেইমোস’ এর ছবি তোলা হবে এর মাধ্যমে।

প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, মিশনে প্রতিনিয়তই ছবি তোলা হবে। “মসৃণ ছবি তৈরির” লক্ষ্যে ওই ছবির আংশিক পৃথিবীতে ট্রান্সমিট করা হবে। তবে, আসল ছবি সংরক্ষণ করে রাখা হবে এক ‘রিটার্ন ক্যাপসুলে’। পরবর্তীতে ওই ক্যাপসুলটি পৃথিবীতে ফিরে আসবে।

জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি বলছে, ক্যামেরার মাধ্যমে মহাকাশযানের গতিবিধি সম্পর্কেও বুঝতে সুবিধা হবে। ২০২৪ অর্থবছর নাগাদ জাপানের এমএমএক্স মহাকাশযান রওনা হওয়ার কথা রয়েছে। প্রতিষ্ঠানটি আশা করছে, ২০২৫ অর্থবছর নাগাদ মহাকাশযানটি মঙ্গলে পৌঁছে যাবে।

এমএমএক্স মিশনে ছবি তোলার পাশাপাশি মঙ্গল চাঁদ ফোবোস থেকে পৃষ্ঠ উপাদান সংগ্রহের কথা রয়েছে।

বিজ্ঞানীরা আশা করছেন, এভাবে মঙ্গলের অতীত ও বর্তমান সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

এনএইচকে’র জন্যও পুরো ব্যাপারটি লাভজনক। মঙ্গলের এমন কিছু ৮কে ভিডিও ফুটেজ হাতে পাবেন তারা, যা অন্য কোনো টিভি সেবাদাতার হাতে নেই।