এবার অনলাইনেই আয়োজিত এপিনিক সম্মেলন

এবার অনলাইনেই অনুষ্ঠিত হয়েছে ‘এপিনিক ৫০’ সম্মেলন। আন্তর্জাতিক এ সম্মেলনটির আসর বসার কথা ছিল ঢাকায়। কিন্তু নিরাপত্তা ও স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা করে অনলাইনেই আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2020, 02:44 AM
Updated : 14 Sept 2020, 11:41 AM

সম্মেলনের প্রথম দিনে অনুষ্ঠিত হয় ‘এপিএনজি সেমিনার’। আলোচ্য বিষয়বস্তু ছিল ‘নিউ নরমাল লাইফ উইথ এআই অন দ্য ইন্টারনেট’ বা ‘ইন্টারনেটে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে নতুন স্বাভাবিক জীবন’।

সেমিনারটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন ‘ড্রিম ডোর সফ্ট লিমিটেড’ পরিচালক খান মোহাম্মদ আনোয়ারুস সালাম। নিজ আলোচনায় রোবোটিক প্রসেস অটোমেশন (আরপিএ) ও চ্যাটবট ব্যবহার করে কিভাবে ব্যাংক এবং ই-কমার্স প্রতিষ্ঠানগুলো পরিচালিত হতে পারে, তা তুলে ধরেছেন তিনি।

সেমিনারে জানানো হয়েছে, এখন থেকে প্রতি মাসে এপিএনজি নিয়মিত ওয়ার্কশপ এবং ওয়েবিনার আয়োজন করার মাধ্যমে ‘নেক্সট জেনারেশন’ (APNG) নেতৃস্থানীয়দেরকে প্রস্তুত করার ব্যাপারে সহায়তা করবে।

অক্টোবরের তিন তারিখ আয়োজিত হবে ‘রোবোটিক প্রসেস অটোমেশন (আরপিএ)’ বিষয়ক ওয়েবিনার। ওই ওয়েবিনারে এশিয়ার বিভিন্ন দেশের ব্যাংক কিভাবে আরপিএ ব্যবহার করে উপকৃত হচ্ছে তা তুলে ধরা হবে।

আগ্রহীরা এপিএনজি’র ফেইসবুক পেইজ থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন।