আইরিশ নিয়ন্ত্রকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থায় ফেইসবুক

আয়ারল্যান্ডের ডেটা সুরক্ষা কমিশনের বিরুদ্ধে আইনের আশ্রয় নিয়েছে ফেইসবুক। মার্কিন সামাজিক মাধ্যম জায়ান্ট খ্যাত প্রতিষ্ঠানটি ওই কমিশনের প্রস্তাবিত এক নির্দেশ আটকাতে চাইছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2020, 02:34 PM
Updated : 12 Sept 2020, 02:34 PM

রয়টার্স জানিয়েছে, প্রস্তাবিত নির্দেশে ইউরোপীয় ইউনিয়নের ডেটা যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা ঠেকাতে চাইছে আয়ারল্যান্ডের ডেটা সুরক্ষা কমিশন। কিন্তু ফেইসবুক দেশটির নিয়ন্ত্রকদের বলেছে, “স্থায়ী কোনো সমাধান না হওয়া পর্যন্ত বাস্তবসম্পন্ন এবং সামঞ্জস্যপূর্ণ পন্থা অবলম্বন” করতে।

সাম্প্রতিক এক বিবৃতিতে এ সম্পর্কে জানিয়েছেন ফেইসবুকের এক প্রতিনিধি।

ইউরোপে ফেইসবুকের প্রধান নিয়ন্ত্রক প্রতিষ্ঠান আইরিশ কমিশন বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটি কীভাবে ডেটা হস্তান্তর করে, তা জানতে তদন্ত শুরু করেছে।

ফেইসবুক জানিয়েছে, নিজেদের প্রক্রিয়ার উপর তাদের আস্থা রয়েছে। জুলাইয়ে ইউরোপীয় ইউনিয়নের ‘কোর্ট অফ জাস্টিস’ ‘স্ট্যান্ডার্ড কনট্রাকচুয়াল ক্লসেস’ (এসসিসি)-কে বৈধ বলে মনে করেছে।

আইরিশ নিয়ন্ত্রকরা এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।