টিকটকের জন্য সময় বাড়াবেন না ট্রাম্প
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Sep 2020 05:55 PM BdST Updated: 11 Sep 2020 05:55 PM BdST
টিকটকের মার্কিন ব্যবসা বিক্রির জন্য যে সময় বেঁধে দেওয়া আছে, তা আর বাড়াবেন না মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
“হয় এটি বন্ধ হয়ে যাবে, নয় তারা ব্যবসা বিক্রি করে দেবে।” – বৃহস্পতিবার মিশিগানে সাংবাদিকদের বলেছেন ট্রাম্প। তিনি আরও বলেছেন, “টিকটকের শেষ সময় আর বাড়ানো হবে না।”
রয়টার্স জানিয়েছে, এ ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি টিকটক।
টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সও সোশাল ভিডিও অ্যাপটির মার্কিন ব্যবসা মধ্য সেপ্টেম্বরের মধ্যে বিক্রি করে দেওয়ার জন্য ক্রেতা খুঁজছে।
ছোট আকারের ভিডিও ক্লিপ তৈরি করে তা শেয়ার করা যায় প্ল্যাটফর্মটির মাধ্যমে। মার্কিন কিশোর বয়সীদের মধ্যে অ্যাপটি বেশ জনপ্রিয়। কিন্তু নিজ দেশের ব্যবহারকারীদের টিকটক ডেটার গোপনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন কর্তাব্যক্তিরা। তাদের দাবি, চীন চাইলেই মার্কিন ব্যবহারকারীদের ডেটা দিয়ে দিতে হবে টিকটককে।
যদিও এ ব্যাপারটি বরাবরই অস্বীকার করে আসছে টিকটক। প্রতিষ্ঠানটি একাধিকবার বলেছে, তাদের কাছে কোনো ডেটা চায়নি চীন, ভবিষ্যতে চাইলেও তারা দেবে না।
কিন্তু মন গলেনি মার্কিন কর্তাব্যক্তিদের। দুটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে টিকটকের মার্কিন ব্যবসা গুটানোর বন্দোবস্ত করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
সম্প্রতি ট্রাম্পের সুরে সুর মিলিয়েছেন রিপাবলিকার সিনেটর জশ হলি। বৃহস্পতিবার হলি জানান, টিকটককে বাড়তি সময় না দেওয়ার বিষয়টিকে সমর্থন করছেন তিনি। পুরো টিকটক বিক্রি হবে না এমন ফলাফলের ব্যাপারে তার সমর্থন নেই বলেও উল্লেখ করেছেন হলি।
এ মাসের শুরুতে মোট চারটি পন্থায় বাইটড্যান্সের কাছ থেকে টিকটক কেনার ব্যাপারে আলোচনা করেছে সম্ভাব্য ক্রেতারা। এমনকি মূল সফটওয়্যার বাদ রেখে শুধু টিকটকের মার্কিন ব্যবসা কেনার কথাও উঠে এসেছিল আলোচনায়।
হলি বলেছেন, “আমি নিশ্চিত যে কোডে বেশ কয়েকটি ব্যাকডোর রয়েছে এবং বাইটড্যান্স জানে কোথায় কোনটি রয়েছে। আর তাই একটি পরিষ্কার এবং পৃথক বিভক্তি প্রয়োজন।”
-
৩ ন্যানোমিটার চিপের পয়লা শিরোপা স্যামসাংয়ের
-
বেইজিংয়ের তথ্য চুরির ‘ছদ্মবেশি হাতিয়ার’ টিকটক?
-
মাইক্রোসফট অ্যাকাউন্ট ছাড়াই আপডেট হবে উইন্ডোজ ১১
-
ইউরোপে নিজের অবস্থান আরও শক্ত করতে চায় কয়েনবেইজ
-
ক্রিপ্টো ধস: বিপাকে ‘কিম কিংডম’ উত্তর কোরিয়া
-
সরে দাঁড়াচ্ছেন পিন্টারেস্ট সিইও, নিয়োগ পেলেন গুগল নির্বাহী
-
টুইটারে মাস্ক ভক্ত ১০ কোটি, কিন্তু ‘বট কতো জন?’
-
ইউএসবি-সি বাধ্যতামূলক করার কথা ভাবছে ব্রাজিল
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- পদ্মা সেতুর নাট খুলে গ্রেপ্তার ‘সাবেক শিবিরকর্মী’
- পদ্মা সেতুতে আবেগাপ্লুত ভারতের পর্যটক
- ‘হিরোগিরি দেখাতে গিয়ে’ শিক্ষক খুনের আসামি জিতু রিমান্ডে