নতুন ওয়াচ সিরিজ ও আইপ্যাড সম্পর্কে জানাবে অ্যাপল?

সেপ্টেম্বরের ৮ তারিখে নতুন আইপ্যাড ও অ্যাপল ওয়াচ সিরিজ সম্পর্কে জানাতে পারে অ্যাপল। সম্প্রতি এ ব্যাপারে জানিয়েছেন জন প্রসার। এ ধরনের খবরাখবর ফাঁস করার ব্যাপারে পরিচিতি রয়েছে তার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Sept 2020, 12:06 PM
Updated : 7 Sept 2020, 12:06 PM

প্রসার বলছেন, মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন আইপ্যাড ও অ্যাপল ওয়াচ সিরিজ সম্পর্কে জানাতে পারে অ্যাপল। তবে, সংবাদ বিজ্ঞপ্তি যে আসবেই, সে ব্যাপারে শত ভাগ নিশ্চয়তা তিনি দিতে পারছেন না।

অনেকটা একই কথা বলেছেন আরেক তথ্য ফাঁসকারী মার্ক গ্রুম্যান। তার অনুমান, সেপ্টেম্বরের ৮ তারিখে নতুন পণ্যের পরিবর্তে আসন্ন আইফোন ইভেন্ট প্রসেঙ্গে জানাতে পারে অ্যাপল।

দু’জনের বক্তব্যকেই গুরুত্ব দিয়েছে অ্যাপল পণ্য বিষয়ক সংবাদদাতা ম্যাক রিউমার্স। সাম্প্রতিক এক প্রতিবেদনে বিষয়গুলো তুলে ধরেছে সাইটটি।

প্রসার ধারণা করছেন, এবার ওয়াচ সিরিজ ৬ দেখাতে পারে অ্যাপল। আইপ্যাড সম্পর্কে কোনো তথ্য তিনি দেননি। ম্যাক রিউমার্স জানিয়েছে, এ মাসে আপডেটেড আইপ্যাড প্রো মডেল বাজারে চলে আসতে পারে। অনেকে আবার স্বল্পমূল্যের আইপ্যাড এবং আইপ্যাড এয়ার ৪ আসবে বলেও গুজব ছড়িয়েছেন।

ফলে, আদৌ কোনো আইপ্যাড আসবে কি না, সে বিষয়টি এখনও ধোঁয়াটে।

এ মাসের শেষে বেশ কিছু অ্যাপল পণ্য বাজারে আসার সম্ভাবনা রয়েছে বলেও উল্লেখ করেছে ম্যাক রিউমার্স। গত মাসের শেষেই ‘ইউরেশিয়ান ইকোনোমিক কমিশন’ (ইইসি) নথিতে আটটি অ্যাপল ওয়াচ ও সাতটি আইপ্যাড নিবন্ধন করেছে অ্যাপল।

ওই ইইসি নথিকরণের বরাতে এ খবর অনেকটা নিশ্চিত যে, খুব শীঘ্রই নতুন অ্যাপল ওয়াচ ও দুটি ভিন্ন মডেলের আইপ্যাড আসছে বাজারে।

সাম্প্রতিক সময়ে প্রসারের দেওয়া তথ্যও সে দিকেই ইঙ্গিত করছে।