করোনাভাইরাস: ভেন্টিলেটরের পর মাস্ক বানাবে ফোর্ড

করোনাভাইরাস মহামারী মোকাবেলায় ভেন্টিলেটর বানানোর কাজ শেষ হলে ১০ কোটি মাস্ক বানানোর ঘোষণা দিয়েছে গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান ফোর্ড।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2020, 05:06 PM
Updated : 6 Sept 2020, 05:06 PM

ভেন্টিলেটরের উৎপাদন বাড়াতে পদক্ষেপ নেওয়া গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর একটি ফোর্ড। ৫০ হাজার ভেন্টিলেটর বানানোর প্রতিশ্রুতি দিয়েছিলো প্রতিষ্ঠানটি, যা এখন শেষের দিকে।

প্রযুক্তি সাইট সিনেটের প্রতিবেদন বলছে, চলতি সপ্তাহে ফোর্ড ঘোষণা করেছে, যখনই তারা ৫০ হাজার তম ভেন্টিলেটরটি বানানো শেষ করবে তখন থেকেই ১০ কোটি মাস্ক বানানোর কাজ শুরু হবে।

ধারণা করা হচ্ছে, গোটা ২০২১ সাল জুড়েই চলবে প্রতিষ্ঠানের মাস্ক তৈরির কাজ। ইতোমধ্যেই সপ্তাহে ২৫ লাখ মেডিক্যাল গ্রেড মাস্ক বানাচ্ছে প্রতিষ্ঠানটি। অক্টোবরে মেশিনের সংখ্যা বাড়িয়ে উৎপাদন আরও বাড়াবে ফোর্ড।

এই মাস্কগুলো ফোর্ডের কর্মী এবং ঝুঁকিপূর্ণ অঞ্চলের বাসিন্দাদের কাছে সরবরাহ করবে মার্কিন এই অটোমেকার প্রতিষ্ঠান।

বিবৃতিতে ফোর্ড প্রধান জিম হ্যাকেট বলেন, “মহামারীর সঙ্গে ফোর্ড দলের মনোবল, দৃঢ়তা এবং একাত্মতা বাড়ছে, যাতে আমাদের দেশকে সহায়তা করা যায়।”

“যে অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি প্রয়োজন সে অঞ্চলগুলোর জন্য আমরা একসঙ্গে কাজ করে ১০ কোটি মাস্ক বানানোর লক্ষ্য ঠিক করেছি,” যোগ করেন হ্যাকেট।