বিজ্ঞাপনদাতাদের জন্য ‘বিপণন প্রকল্প’ আনলো টিকটক

প্ল্যাটফর্মে বিজ্ঞাপনদাতাদের আগ্রহ বাড়াতে নতুন বিপণন প্রকল্প চালু করেছে চীনের বাইটড্যান্সের মালিকানাধীন সোশাল ভিডিও অ্যাপ টিকটক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2020, 08:48 AM
Updated : 4 Sept 2020, 08:48 AM

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিজ্ঞাপনী প্রচারণা কতোটা সফল হয়েছে, তা নতুন ওই টুলের মাধ্যমে যাচাই করতে পারবেন বিজ্ঞাপনদাতারা।

টিকটকের নতুন প্রকল্পের আওতায় মোবাইল অ্যাপে বিজ্ঞাপনী প্রচারণা চালাতে পারবে বিভিন্ন ব্র্যান্ড এবং বিপণনকারী। বর্তমানে ‘ডিজিটাল মার্কেটিং’ প্ল্যাটফর্ম মেইকমিরিচ এবং ডেটা বিশ্লেষণা প্রতিষ্ঠান কানতারসহ সনদপ্রাপ্ত প্রায় ২০টি অংশীদার রয়েছে প্ল্যাটফর্মটির।

হিসেবে বিজ্ঞাপন ব্যবসায় এখনও নতুন টিকটক। তবে, বিজ্ঞাপনের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে পৌঁছাতে চায় এমন ব্র্যান্ডগুলোর কাছে জনপ্রিয় প্ল্যাটফর্ম হয়ে উঠেছে এটি।

টিকটকের মার্কিন গ্রাহকের ব্যক্তিগত ডেটা চীনের কাছে চলে যেতে পারে - এমন উদ্বেগ প্রকাশ করে ইতোমধ্যে টিকটকের মার্কিন কার্যক্রম বিক্রির নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

টিকটকের ব্যবসা কিনতে প্রতিষ্ঠানটির সঙ্গে আলোচনায় বসেছিল মাইক্রোসফট, ওরাকলসহ অন্যান্য প্রতিষ্ঠান।

সম্প্রতি প্রযুক্তি রপ্তানি বিষয়ে নতুন নীতিমালা প্রণয়ন করেছে চীন। ওই নীতি অনুসারে, টিকটকের মার্কিন কার্যক্রম বিক্রি করতে বেইজিংয়ের অনুমোদন লাগবে বলেই ধারণা করা হচ্ছে।