‘অ্যাপে’ গুগল, অ্যাপলের আয় কমানোর চেষ্টায় রাশিয়া
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Sep 2020 06:51 PM BdST Updated: 02 Sep 2020 06:51 PM BdST
-
ছবি: রয়টার্স
তৃতীয় পক্ষের মোবাইল অ্যাপে গুগল এবং অ্যাপলের আয় কমানোর লক্ষ্যে খসড়া আইন জমা দিয়েছেন রাশিয়ান আইন প্রণেতা ফিদো তুমুসো।
মঙ্গলবার রাশিয়ান পার্লামেন্টের নিম্নকক্ষে বিলটি জমা দিয়েছেন তুমুসো। তৃতীয় পক্ষের অ্যাপ্লিকেশনে অ্যাপল ও গুগলের কমিশন ২০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে ওই খসড়া আইনে।
বর্তমানে অ্যাপ স্টোরে বিক্রি থেকে ৩০ শতাংশ কমিশন রাখে অ্যাপল।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, বিলটি পাশ হলে, অ্যাপ বিক্রেতাকে কমিশন থেকে প্রাপ্ত অর্থের এক তৃতীয়াংশ প্রতি প্রান্তিকে আইটি বিশেষজ্ঞদের বিশেষ প্রশিক্ষণ তহবিলে দিয়ে দিতে হবে।
সামাজিক মাধ্যমে তুমুসো বলেন, “কমিশন কমানো এবং গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দেওয়ার এই ক্ষমতা আইটি ডেভেলপারদের বেড়ে ওঠার একটি সুযোগ।”
অ্যাপের বিক্রিতে বড় অঙ্কের কমিশনে অ্যাপল ও গুগলের অধিকার কতোটা যৌক্তিক, সম্প্রতি সে বিষয়ে প্রশ্ন তুলেছে এপিক গেইমসসহ বেশ কয়েকটি অ্যাপ নির্মাতা। এর পরপরই সামনে এসেছে রাশিয়ান আইন প্রণেতার এ পদক্ষেপের খবর।
গত মাসে রাশিয়ার ‘ফেডারেল অ্যান্টিমনোপলি সার্ভিস’ (এফএএস) অভিযোগ করেছিল, অ্যাপ স্টোরের মাধ্যমে মোবাইল অ্যাপ বাজারে নিজ প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করছে অ্যাপল।
অ্যাপলকে ওই ‘লঙ্ঘন’ থামানোর জন্য এ বছরের নভেম্বর পর্যন্ত সময়ও বেঁধে দিয়েছে এফএস।
-
জানুয়ারিতে এআর, ভিআর হেডসেট আনবে অ্যাপল?
-
মানুষের মতো মাইনক্র্যাফট খেলতে শিখেছে এআই
-
ভিডিও ক্যাপশন: ইউটিউবকে অনুসরণ করল টুইটার
-
সফটওয়্যার আপডেট পাচ্ছে উইন্ডোজ ৯৮ নির্ভর মঙ্গলযান
-
মূল্যপতনের সঙ্গে বিদ্যুৎ ক্ষুধাও কমেছে বিটকয়েনের
-
কৃষ্ণাঙ্গ কনটেন্ট নির্মাতাদের অর্থ সহায়তা দেবে স্ন্যাপচ্যাট
-
মার্কিন ক্রিপ্টো কোম্পানি হারমোনিতে ‘ক্রিপ্টো ডাকাতি’
-
গর্ভপাত: মার্কিন নারীদের গলার কাঁটা হচ্ছে ব্যক্তিগত ডেটা
সর্বাধিক পঠিত
- প্রথম টোল দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতু পার হলেন যিনি
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- ‘প্রধানমন্ত্রীর পর আমিই প্রথম, অনুভূতিটা অন্যরকম’
- ‘মাদারীপুর এত কাছে!’
- পদ্মা সেতু খুলেছে, ‘হাত নেড়ে কুল পাচ্ছে না’ ঢাকার ট্রাফিক পুলিশ
- পদ্মা সেতু দিয়ে গাবতলীর বাস কবে চলবে?