‘অ্যাপে’ গুগল, অ্যাপলের আয় কমানোর চেষ্টায় রাশিয়া

তৃতীয় পক্ষের মোবাইল অ্যাপে গুগল এবং অ্যাপলের আয় কমানোর লক্ষ্যে খসড়া আইন জমা দিয়েছেন রাশিয়ান আইন প্রণেতা ফিদো তুমুসো।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2020, 12:51 PM
Updated : 2 Sept 2020, 12:51 PM

মঙ্গলবার রাশিয়ান পার্লামেন্টের নিম্নকক্ষে বিলটি জমা দিয়েছেন তুমুসো। তৃতীয় পক্ষের অ্যাপ্লিকেশনে অ্যাপল ও গুগলের কমিশন ২০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে ওই খসড়া আইনে।

বর্তমানে অ্যাপ স্টোরে বিক্রি থেকে ৩০ শতাংশ কমিশন রাখে অ্যাপল।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, বিলটি পাশ হলে,  অ্যাপ বিক্রেতাকে কমিশন থেকে প্রাপ্ত অর্থের এক তৃতীয়াংশ প্রতি প্রান্তিকে আইটি বিশেষজ্ঞদের বিশেষ প্রশিক্ষণ তহবিলে দিয়ে দিতে হবে।

সামাজিক মাধ্যমে তুমুসো বলেন, “কমিশন কমানো এবং গ্রাহকের কাছে পণ্য পৌঁছে দেওয়ার এই ক্ষমতা আইটি ডেভেলপারদের বেড়ে ওঠার একটি সুযোগ।”

অ্যাপের বিক্রিতে বড় অঙ্কের কমিশনে অ্যাপল ও গুগলের অধিকার কতোটা যৌক্তিক, সম্প্রতি সে বিষয়ে প্রশ্ন তুলেছে এপিক গেইমসসহ বেশ কয়েকটি অ্যাপ নির্মাতা। এর পরপরই সামনে এসেছে রাশিয়ান আইন প্রণেতার এ পদক্ষেপের খবর।

গত মাসে রাশিয়ার ‘ফেডারেল অ্যান্টিমনোপলি সার্ভিস’ (এফএএস) অভিযোগ করেছিল, অ্যাপ স্টোরের মাধ্যমে মোবাইল অ্যাপ বাজারে নিজ প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করছে অ্যাপল।

অ্যাপলকে ওই ‘লঙ্ঘন’ থামানোর জন্য এ বছরের নভেম্বর পর্যন্ত সময়ও বেঁধে দিয়েছে এফএস।