‘মাস্ক’ পরার প্রমাণ দিতে হবে উবার যাত্রীদের
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Sep 2020 05:41 PM BdST Updated: 02 Sep 2020 05:41 PM BdST
-
ছবি- রয়টার্স
যাত্রীদের মুখে মাস্ক রয়েছে কি না তা জানতে বৈশ্বিক সেলফি ফিচার আনছে উবার। চালকদের জন্য ফিচারটি মে মাসেই নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।
মে মাসের ১৮ তারিখ থেকে ‘নো মাস্ক নো রাইড’ বা ‘মাস্ক ছাড়া রাইড নয়’ নীতি প্রয়োগ করা শুরু করেছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠানটি। মহামারীর এ সময়ে অনির্দিষ্টকালের জন্য এটি চলবে বলেও জানিয়েছিল উবার। রয়টার্স উল্লেখ করেছে, এতোদিন শুধু চালকদেরকেই মাস্ক পরার প্রমাণ দিতে হতো সেলফি তুলে, এখন থেকে যাত্রীদেরও তা করতে হবে।
সেপ্টেম্বরের শেষ নাগাদ যুক্তরাজ্য এবং কানাডার যাত্রীদের জন্য সেলফি ফিচার আনা হবে প্রথমে। তারপর লাতিন আমেরিকা ও অন্যান্য অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে ফিচারটি।
উবার চালকদের মতো অবশ্য প্রতিদিন সেলফি তুলতে হবে না যাত্রীদের। আগের রাইডের কোনো চালক যদি অভিযোগ করেন যে যাত্রীর মুখে মাস্ক ছিল না, তাহলে পরবর্তী রাইডের সময় যাত্রীকে সেলফি তুলে মাস্ক পরার প্রমাণ দিতে বলবে উবার।
“আমরা এই ফিচারের মাধ্যমে ওই যাত্রীদেরকে লক্ষ্য করতে চাচ্ছি যারা হয়তো মাত্র প্ল্যাটফর্মে ফিরছেন এবং সম্ভবত আমাদের মাস্ক নীতি সম্পর্কে জানেন না” – বলেছেন উবারের সেবা ব্যবস্থাপনা বিভাগের জ্যৈষ্ঠ পরিচালক শাচীন কানসাল।
নভেল করোনাভাইরাস মহামারীর এ সময়ে ‘রাইড-হেইলিং ট্রিপস’ আগের তুলনায় অনেক কমে এসেছে। উবারের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রেই রাইড হেইলিং কমেছে বলে উল্লেখ করেছে রয়টার্স।
মধ্য মার্চ থেকে এখন পর্যন্ত ৯৯.৫ শতাংশ উবার ট্রিপেই চালক বা যাত্রী মাস্ক সম্পর্কিত কোনো অভিযোগ করেননি।
কানসাল জানিয়েছেন, উবারের সেলফি ফিচার ‘ফেইশল রিকগনিশন’ প্রযুক্তি ব্যবহার করে না, শুধু মাস্ককে চেহারার উপরে থাকা ‘বস্তু’ হিসেবে চিহ্নিত করে।
উবারের এক মুখপাত্র জানিয়েছেন, সম্ভাব্য বিবাদ নিষ্পত্তির লক্ষ্যে ৯৬ ঘণ্টা মাস্ক সেলফি নিজেদের কাছে সংরক্ষিত রাখে উবার, তারপর তা স্থায়ীভাবে মুছে দেয়।
-
কৃষ্ণাঙ্গ কনটেন্ট নির্মাতাদের অর্থ সহায়তা দেবে স্ন্যাপচ্যাট
-
মার্কিন ক্রিপ্টো কোম্পানি হারমোনিতে ‘ক্রিপ্টো ডাকাতি’
-
গর্ভপাত: মার্কিন নারীদের গলার কাঁটা হচ্ছে ব্যক্তিগত ডেটা
-
ভিডিও সেলফিতে বয়স যাচাই করবে ইনস্টাগ্রাম
-
আইওএস সংস্করণে নিরাপত্তা ফিচার আনছে ক্রোম
-
ক্রাউডট্যাঙ্গল ‘বন্ধ করার পরিকল্পনায়’ মেটা
-
টিকটকের শীর্ষে এখন খাবি লামি
-
ইতালীয় কোম্পানি যোগাচ্ছে ‘ফোন হ্যাকিংয়ের হাতিয়ার’: গুগল
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
- ‘নিজের গায়ে’ আগুন দিয়ে হাসপাতালে নারী চিকিৎসক
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট
- পদ্মা সেতুর উদ্বোধনে এসে ‘সৌভাগ্যবান’ মনে করছেন জাফরুল্লাহ
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্রের জন্য আজ দুঃখের দিন: বাইডেন