সর্বোচ্চ ‘লাইক’ পাওয়া টুইট এখন বোসম্যানের শেষ পোস্ট

সবচেয়ে বেশি লাইক পাওয়া টুইটে নতুন রেকর্ড গড়েছে টুইটার। চ্যাডউইক বোসম্যানের অ্যাকাউন্ট থেকে আসা শেষ টুইটটি এখন প্ল্যাটফর্মটির সবচেয়ে বেশি লাইক পাওয়া টুইট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2020, 10:01 AM
Updated : 31 August 2020, 10:01 AM

ওই টুইটে বোসম্যানের মারা যাওয়ার খবর জানিয়েছিল তার পরিবার। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, অগাস্টের ২৯ তারিখ বিকেল পর্যন্ত পোস্টটিতে লাইক পড়েছে ৭৭ লাখ।

এভাবে নতুন রেকর্ড গড়তে হয়তো টুইটারও চায়নি। এর আগের সবচেয়ে বেশি লাইক পাওয়া পোস্টের মধ্যে রয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস এবং মার্কিন সঙ্গীত শিল্পী আরিয়ানা গ্রান্ডের করা টুইট।

চার বছর কোলন ক্যানসারের সঙ্গে যুদ্ধ করার পর অগাস্টের ২৮ তারিখ মারা যান ৪৩ বছর বয়সী মার্কিন তারকা চ্যাডউইক বোসম্যান। মার্ভেল সিরিজের ‘ব্ল্যাক প্যান্থার” সিনেমাতে অভিনয় করে নিজেকে সুপারহিরো হিসেবে প্রতিষ্ঠা করেন তিনি।

নেটফ্লিক্সের জন্য শেষ কিছু প্রকল্পে কাজ করেছিলেন বোসম্যান। এর মধ্যে রয়েছে ‘ডা ৫ ব্লাডস’ এবং প্রিমিয়ারের অপেক্ষায় থাকা ‘মা রেইনিস ব্ল্যাক বটম’।