মিলিশিয়া পেইজ নামাতে দেরি, জাকারবার্গ বলছেন “পরিচালনা ত্রুটি”
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Aug 2020 09:08 PM BdST Updated: 29 Aug 2020 09:08 PM BdST
-
ছবি: রয়টার্স
এক মিলিশিয়া পেইজের ব্যাপারে অভিযোগ পেয়েও তা নামাতে দেরি করেছে ফেইসবুক। বিষয়টিকে “পরিচালনা ত্রুটি” হিসেবে ব্যাখ্যা করেছেন ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ।
রয়টার্সের প্রতিবেদন বলছে, ওই মিলিশিয়া দলটি নিজেদের ফেইসবুক পেইজে উইসকনসিনের কেনোশাতে অস্ত্র হাতে নেওয়ার আহবান জানিয়েছিল। পরে বুধবার কেনোশা গার্ডস নামের পেইজটি সরিয়ে দেয় ফেইসবুক।
অস্ত্র হাতে নেওয়ার আহবান জানিয়ে “আর্মড সিটিজেন টু প্রটেক্ট আওয়ার লাইভস অ্যান্ড প্রপার্টি’ নামে ইভেন্টও তৈরি করেছিল ফেইসবুক পেইজটি। ফেইসবুকের “মিলিশিয়া সংস্থা” নীতি ভাঙার কারণেই পেইজটিকে মুছে দেওয়া হয়েছে।
তবে, দেরি করে ফেলেছিল ফেইসবুক। মঙ্গলবার রাতে কেনোশায় বিক্ষোভ শুরু হওয়ার পর দুই জন গুলিতে মারা যান। ওই ঘটনার পরে ব্যবস্থা নিয়েছে ফেইসবুক। শহরটিতে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার গুলিতে পক্ষাঘাতগ্রস্থ হয়েছেন কৃষ্ণাঙ্গ নাগরিক জেকব ব্লেক জুনিয়র। এরই প্রতিবাদে সেখানে তিন রাত ধরে চলছে বিক্ষোভ। মঙ্গলবার রাতেও ওই বিক্ষোভ চলছিল।
ফেইসবুক প্রোফাইলে প্রকাশিত এক ভিডিও বার্তায় জাকারবার্গ জানান, কেনোশা গার্ড পোস্ট এর ব্যাপারে “এক দল মানুষের” অভিযোগ আগেই পেয়েছিলেন তারা।
“প্রাথমিকভাবে অভিযোগ হাতে পান ঠিকাদার ও পর্যালোচকরা, তারা অভিযোগ আমলে নেননি। পরে দ্বিতীয় পর্যালোচনায় স্পর্শকাতর বিষয় হওয়ায় এবং বিপজ্জনক সংস্থা শনাক্তের দায়িত্বে থাকা টিম নীতিমালা লঙ্ঘন টের পাওয়ায়, আমরা সেটি নামিয়ে নিয়েছিলাম।” – বলেছেন জাকারবার্গ।
কেনোশা গার্ড পেইজের কারণেই মঙ্গলবার রাতে দুই জন মারা গেছেন, এমন কোনো প্রমাণ হাতে আসেনি বলেও জানিয়েছেন জাকারবার্গ। বাজফিডের প্রতিবেদন বলছে, অন্তত ৪৫৫ বার অভিযোগ এসেছিল কেনোশা গার্ড ইভেন্টকে নিয়ে, এক ফেইসবুক কর্মী জানিয়েছেন, ওই দিনে ইভেন্টের ব্যাপারে আসা সব অভিযোগের ৬৬ শতাংশই ছিলো কেনাশো গার্ড অভিযোগ।
ফেইসবুক এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে, এ ধরনের বিপজ্জনক সংস্থা শনাক্তে নীতিমালার উন্নয়ন অব্যাহত রাখবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
“নতুন এই নীতিটি গত সপ্তাহে লঞ্চ হয়েছে এবং আমরা এখনও এর প্রয়োগ এক দল বিশেষজ্ঞের মাধ্যমে বাড়াচ্ছি।” – বলেছেন ফেইসবুক মুখপাত্র।
-
কর্মীদের কল্যাণের যে মন্ত্র অ্যাপলের পাঁচশ কোটি ডলারের অফিসে
-
বাংলাদেশে চরমপন্থা ঠেকাতে স্থানীয় বিশেষজ্ঞ নিয়োগ ফেইসবুকের
-
‘ফেইসবুক ওয়াচ’ আর কাজ করবে না অ্যাপল টিভিতে?
-
নাসার চন্দ্রাভিযানে ‘তারকা’ হতে প্রস্তুত নিউ জিল্যান্ড
-
ভয়েস চ্যাটিংয়ে আড়ি পাতবে ভ্যালোর্যান্ট নির্মাতা রায়ট
-
জানুয়ারিতে এআর, ভিআর হেডসেট আনবে অ্যাপল?
-
মানুষের মতো মাইনক্র্যাফট খেলতে শিখেছে এআই
-
ভিডিও ক্যাপশন: ইউটিউবকে অনুসরণ করল টুইটার
-
কর্মীদের কল্যাণের যে মন্ত্র অ্যাপলের পাঁচশ কোটি ডলারের অফিসে
-
বাংলাদেশে চরমপন্থা ঠেকাতে স্থানীয় বিশেষজ্ঞ নিয়োগ ফেইসবুকের
-
‘ফেইসবুক ওয়াচ’ আর কাজ করবে না অ্যাপল টিভিতে?
-
নাসার চন্দ্রাভিযানে ‘তারকা’ হতে প্রস্তুত নিউ জিল্যান্ড
-
ভয়েস চ্যাটিংয়ে আড়ি পাতবে ভ্যালোর্যান্ট নির্মাতা রায়ট
-
জানুয়ারিতে এআর, ভিআর হেডসেট আনবে অ্যাপল?
সর্বাধিক পঠিত
- পদ্মা সেতুতে দুর্ঘটনা এবং পুলিশের ছিটমহলের গল্প
- হজে গিয়ে ভিক্ষা, বাংলাদেশি গ্রেপ্তার
- পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় ঝরল দুই প্রাণ
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- শারীরিক সম্পর্কও যখন ক্লান্তিকর
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- পদ্মা সেতুর নাটবল্টু খুলে ‘টিকটক’: সেই যুবক গ্রেপ্তার
- পদ্মা সেতুতে মোটর বাইক ওঠা নিষিদ্ধ হল
- ধানের শীষ নিয়ে জেতা সুলতান মনসুরের কাছে বিএনপি এখন ‘নো পার্টি’
- ‘বাঁশের সাঁকোতে উঠে পদ্মা সেতু নিয়ে ব্যঙ্গ’, ২ যুবককে পিটুনি