নতুন বিক্র‍য়কেন্দ্র এবং সেবা কেন্দ্র নিয়ে এলো ভিভো

বাংলাদেশে আরও বেশ কয়েকটি বিক্রয়কেন্দ্র এবং ১২টি সেবা কেন্দ্র খুলেছে চীনা স্মার্টফোন নির্মাতা ভিভো।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2020, 12:57 PM
Updated : 29 August 2020, 12:57 PM

প্রতিষ্ঠানটির দাবি, ডিভাইসে নতুন প্রযুক্তির সমন্বয় ও প্রদর্শনের হিসেবে বাংলাদেশের বাজারে ভিভো এখন এগিয়ে রয়েছে।

দেশের বাজারে চীনা এ প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে ২০১৭ সালে। যাত্রা শুরুর তিন বছরের মধ্যেই প্রতিষ্ঠানটি ‘পপ-আপ সেলফি ক্যামেরা’, ‘ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট’ এর মতো নানা ধরনের প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে স্মার্টফোন গ্রাহকদেরকে।

প্রতিষ্ঠানটির দাবি, স্মার্টফোনে নতুন প্রযুক্তির সংযোজনই তাদের অন্যতম লক্ষ্য। আর এ কারণে স্মার্টফোনে নতুনত্ব ও কার্যকারিতা বাড়াতে বিরতিহীনভাবে কাজ করছে তারা।

ভিভো আরও জানিয়েছে, তাদের অধিকাংশ কর্মীই প্রযুক্তির গবেষণা ও উন্নয়নে কাজ করছেন।

“বিশ্বের শীর্ষস্থানীয় উদ্ভাবন ও প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আমরা তরুণ প্রজন্মের চাহিদার সাথে তাল মিলিয়ে চলি।” - বলেছেন ভিভো বাংলাদেশের ডেপুটি ব্র্যান্ড ব্যবস্থাপক তানজীব আহামেদ।

তিনি আরও জানান, করোনাকালে ভিভো মাঝারি দামের ফোনগুলোই বাজারে এনেছে।