শীঘ্রই ভারতে অনলাইন স্টোর খুলবে অ্যাপল

সামনের মাসেই ভারতে প্রথমবারের মতো নিজস্ব অনলাইন স্টোর খুলতে প্রস্তুত মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল, এমনটাই দাবি করেছেন বিষয়টির সংঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2020, 05:03 PM
Updated : 25 August 2020, 05:03 PM

বর্তমানে তৃতীয় পক্ষের বিক্রেতা এবং অ্যামাজন ও ফ্লিপকার্টের মতো ই-কমার্স প্রতিষ্ঠানের মাধ্যমে ভারতে পণ্য বিক্রি করে আইফোন নির্মাতা প্রতিষ্ঠানটি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, দিওয়ালির সময় ধরেই চালু হবে অ্যাপলের অনলাইন স্টোরটি। এই মৌসুমেই সবচেয়ে বেশি খরচ করেন দেশটির নাগরিকরা।

চলতি বছরের শুরুতে অ্যাপল প্রধান টিম কুক বলেছেন, ২০২১ সালে ভারতে প্রথম বিক্রয় কেন্দ্র খুলবে অ্যাপল।

ক্রেতার সংখ্যা এবং সস্তা মজুরির জন্য স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর জন্য বরাবরই বড় বাজার ভারত। এবার নিজস্ব স্টোরের মাধ্যমে এই বাজারে প্রতিষ্ঠানের দখল আরও বাড়ানোর পরিকল্পনা করছে অ্যাপল।

ভারতে ফক্সকন এবং উইস্ট্রনের কারখানায় আইফোন ১১-সহ আরও কিছু স্মার্টফোন প্রস্তুত করে প্রযুক্তি জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।

ভারতে অনলাইন স্টোরের বিষয়ে জানতে চাইলে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি অ্যাপল।