ট্রাম্পের টুইটে ‘অস্বীকৃতি’ জুড়লো টুইটার
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Aug 2020 04:18 PM BdST Updated: 24 Aug 2020 04:18 PM BdST
-
ছবি: রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘মেইল ড্রপ বক্স’ সম্পর্কিত টুইটে ‘অস্বীকৃতি’ জুড়ে দিয়েছে মাইক্রোব্লগিং সাইট টুইটার।
‘অস্বীকৃতি’ জুড়ে দেওয়ার কারণ হিসেবে টুইটার জানিয়েছে, টুইটটি প্রতিষ্ঠানটির ‘ভদ্রতা ও নির্বাচনী শুদ্ধতা’র নিয়ম ভেঙেছে। রোববারের ওই টুইটে ট্রাম্প ডেমোক্রেটদের ‘ড্রপ বক্স’ প্রচারণার সমালোচনা করেছেন।
রয়টার্সের প্রতিবেদন বলছে, ভোটাররা যাতে নিরাপদে কোভিড-১৯ বাস্তবতায় মার্কিন নির্বাচনে অংশ নিতে পারেন, সেজন্য ‘মেইল ড্রপ বক্স’ প্রক্রিয়াকে নির্ভরযোগ্য বিকল্প পন্থা হিসেবে সমর্থন করছেন ডেমোক্রেটরা। কিন্তু এ প্রক্রিয়াকে নিরাপদ মানতে নারাজ রিপাবলিকান ট্রাম্প।
“তাহলে ডেমোক্রেটরা এখন মেইল ড্রপ বক্স ব্যবহার করছেন, যা এক ভোটার নিরাপত্তা বিপর্যয়। অন্যান্য আরও অনেক কিছুর মধ্যে, এক ব্যক্তি যাতে একাধিকবার ভোট দিতে পারে, সে ব্যাপারটির ব্যবস্থা করছেন তারা। আর তাদেরকে কারা নিয়ন্ত্রণ করছেন, তারা কী রিপাবলিকান ও ডেমোক্রেট এলাকা থেকে? তারা কোভিড পরিষ্কার নন। বড় জালিয়াত!” – টুইটে লিখেছেন ট্রাম্প।
পরে ওই টুইটে ‘অস্বীকৃতি’ লেবেল জুড়ে দিয়ে টুইটার লিখেছে, “জনস্বার্থেই এই টুইটে প্রবেশাধিকার বজায় রাখা সঠিক হবে বলে মনে করছে টুইটার।”
যে ভোটাররা নিজেদের ব্যালট মার্কিন পোস্টাল সেবার মাধ্যমে পাঠাতে রাজি নন, তাদেরকে ড্রপ বক্স পন্থায় ভোট দাখিলের জন্য উৎসাহিত করছেন ডেমোক্রেটরা। এ পন্থাকে ‘নির্ভরযোগ্য’ এবং ‘সুবিধাজনক’ আখ্যা দিয়েছেন তারা। অন্যান্য অঙ্গরাজ্যের রিপাবলিকান কর্মকর্তারাও এটি ব্যবহারের ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন।
-
অনলাইন গুপ্তচর শনাক্তে নতুন ব্রিটিশ অ্যাপ
-
ভিআর মেসেঞ্জার অ্যাপে ‘এনক্রিপশন’ পরীক্ষা করছে মেটা
-
প্রতিদিন ৩৭৬ বার শেয়ার হয় একজন ইউরোপীয়র তথ্য
-
উত্তর কোরিয়ার আইটি কর্মী নিয়োগে সতর্কতা যুক্তরাষ্ট্রের
-
টুইটারের দাম কমানোর ইঙ্গিত মাস্কের কণ্ঠে
-
অ্যাপে ফিটনেস ডেটা সমন্বয়ে গুগল-স্যামসাং জোট
-
বিটকয়েনের ভবিষ্যৎ নিয়ে সন্দিহান এক্সচেঞ্জ প্রধান
-
পিক্সেল ওয়াচে পুরনো চিপ রেখেছে গুগল?
সর্বাধিক পঠিত
- তামিমের সেঞ্চুরি ও তিন ফিফটিতে বাংলাদেশের দিন
- ‘ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে থাকবে বিজয়’
- ছবি প্রকাশ, তাজমহলের সেই কুঠুরিতে ‘কোনো রহস্য নেই’
- ফের কমানো হল টাকার মান, ডলারের বাজার লাগামহীন
- বঙ্গবন্ধু স্যাটেলাইট: তিন বছরে আয় ‘৩০০ কোটি টাকা’
- পদ্মাসেতু পার হতে কোন বাহনে কত টোল
- আসামে বন্যা: স্রোতের তোড়ে উল্টে গেল দাঁড়িয়ে থাকা ট্রেন
- সাকিবের ‘চায়নাম্যান ডেলিভারি’ আগে দেখেননি ম্যাথিউস
- সালাহ ও ফন ডাইককে নিয়ে শঙ্কায় লিভারপুল
- কাচের জারে সাপের বিষের উৎস কী? গন্তব্য কোথায়?