হ্যাকিং ধামাচাপা দিয়েছিলেন উবারের সাবেক নিরাপত্তা প্রধান

যুক্তরাষ্ট্রে 'বিচারে বিঘ্ন ঘটানো'র অভিযোগ উঠেছে উবারের সাবেক নিরাপত্তা প্রধান জোসেফ সালিভানের বিরুদ্ধে। হ্যাকিংয়ের একটি ঘটনা ধামাচাপা দিয়েছিলেন তিনি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2020, 11:55 AM
Updated : 22 August 2020, 11:55 AM

অভিযোগ বলছে, তিনি ২০১৬ সালে ঘটে যাওয়া এক ডেটা হ্যাকিংয়ের ঘটনা লুকোনোর চেষ্টা করেছেন। ওই ঘটনায় পাঁচ কোটি ৭০ লাখ উবার চালক ও যাত্রীর বিস্তারিত ফাঁস হয়ে গিয়েছিল। ২০১৭ সালে বিষয়টি প্রকাশ পেয়ে গেলে চাকরি হারিয়েছিলেন ৫২ বছর বয়সী সাবেক ওই উবার কর্মী।

বিবিসি’র প্রতিবেদন বলছে, সালিভানের বিরুদ্ধে এখন অভিযোগ দায়ের করেছে মার্কিন বিচার বিভাগ। অভিযোগে বলা হয়েছে, ফেডারেল ট্রেড কমিশন যাতে হ্যাকিংয়ের ঘটনা টের না পায়, সেজন্য জেনেশুনে কিছু পদক্ষেপ নিয়েছিলেন তিনি।

হ্যাকারদেরকে বিটকয়েনে এক লাখ ডলার দেওয়ার অনুমোদন দিয়েছিলেন সালিভান – এমন অভিযোগও এসেছে। ওই অর্থ ‘বাগ বাউন্টি’-এর বেশে দেওয়া হয়েছিল। বিশেষ নিরাপত্তা ত্রুটি খুঁজে দেওয়ায় বাগ বাউন্টি মূলত সাইবার-সুরক্ষা বিশেষজ্ঞদেরকে দেওয়া হয়।

অভিযোগে আরও উঠে এসেছে,  হ্যাকারদেরকে কোনো উবার ডেটা খোয়া যায়নি এমন বক্তব্য লেখা ‘নন-ডিসক্লোজার এগ্রিমেন্ট’-এ স্বাক্ষর করতে বলেছিলেন সালিভান।

“সিলিকন ভ্যালি বুনো পশ্চিম নয়। আমরা প্রত্যাশা করি ভালো কর্পোরেট নাগরিক অধিকারের। আমরা অপরাধী কর্মকাণ্ডের ব্যাপারে জানাতে জোর দেই। আমরা আমাদের তদন্তের ব্যাপারে সহযোগিতা আশা করি। আমরা কর্পোরেট ধামাচাপা সহ্য করব না।” – বলেছেন মার্কিন আইনজীবি ডেভিড অ্যান্ডারসন।

সালিভানের মুখপাত্র ব্র্যাড উইলিয়ামস জানিয়েছেন, সালিভান অভিযোগ অস্বীকার করেছেন। “সালিভান এবং তার সহকর্মীদের চেষ্টা না থাকলে এ ধরনের কর্মকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিরা শনাক্তই হতো না।” – বলেছেন সালিভান মুখপাত্র উইলিয়ামস।

বর্তমানে সাইবার-সুরক্ষা প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ারের সঙ্গে কাজ করছেন সালিভান। প্রতিষ্ঠানটির প্রধান তথ্য সুরক্ষা কর্মকর্তার দায়িত্বে রয়েছেন তিনি।

উবার প্রধান নির্বাহী দারা খোসরেশাহি ২০১৭ সালে ওই ডেটা ফাঁসের ঘটনা জানান। সে সময় যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসি’র আইনি দাবি সমঝোতায় ১৪ কোটি ৮০ লাখ ডলার দিয়েছিল প্রতিষ্ঠানটি।