নতুন ‘রেনো ৪’ আনলো অপো

রেনো সিরিজের নতুন স্মার্টফোন ‘রেনো ৪’ উন্মোচন করেছে স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান অপো।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2020, 10:32 AM
Updated : 21 August 2020, 10:32 AM

মিড রেঞ্জের এই ডিভাইসটির পেছনে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা। পর্দার সঙ্গে ডিভাইসের বডির অনুপাত ৯০.৭ শতাংশ। ২৪০০*১৮০০ এফএইচডি পর্দা এবং উন্নত এআই স্মার্ট সেন্সরসহ অন্যান্য ফিচার।

অপো জানিয়েছে, ৬.৪৩ ইঞ্চির ৬০ হার্টজের রিফ্রেশ রেট এবং বাঁকানো নকশার পর্দা থাকছে রেনো ৪-এ।

রেনো ৪-এর কোয়াড এআই ক্যামেরা সেটআপে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, আট মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স, দুই মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং দুই মেগাপিক্সেলের মনোক্রোমাটিক লেন্স।

ডিভাইসটিতে আরও থাকছে এঅন (এআই – এনহ্যান্সড স্মার্ট সেন্সর)। এটির 'এয়ার কন্ট্রোল' ফিচারের মাধ্যমে ফোন স্পর্শ না করেই বিভিন্ন ফিচার ব্যবহার ও ফোন নিয়ন্ত্রণ করতে পারবেন মালিক। যেমন, ফোনের পর্দা স্পর্শ না করেই ফোন কল ধরা বা সামাজিক মাধ্যম ব্রাউজ করা।

রেনো ৪ ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর ব্যবহার করেছে অপো। পাশাপাশি রয়েছে আট গিগাবাইট র‍্যাম এবং ১২৮ গিগাবাইট স্টোরেজ এবং ৪০১৫ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি।

দেশের বাজারে নতুন রেনো ৪-এর দাম পড়বে ৩৪,৯৯০ টাকা।