উইচ্যাট নিষেধাজ্ঞা নিয়ে উদ্বিগ্ন মার্কিন প্রতিষ্ঠান

ট্রাম্প প্রশাসনের উইচ্যাট নিষেধাজ্ঞা পরিকল্পনার বিরোধিতা করছে চীনের সঙ্গে ব্যবসা রয়েছে এমন বড় প্রায় সবগুলো মার্কিন প্রতিষ্ঠান। তাদের মত, এতে ক্ষতি হবে মার্কিন প্রতিষ্ঠানগুলোর।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2020, 08:43 AM
Updated : 15 August 2020, 08:43 AM

বৃহস্পতিবার এ ব্যাপারে প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। মঙ্গলবার হোয়াইট হাউস কর্মকর্তাদের কাছে করা এক কলে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ডজনখানেকেরও বেশি মার্কিন প্রতিষ্ঠান।

রয়টার্সের প্রতিবেদন বলছে, ওই কলে অংশগ্রহণকারীদের মধ্যে অ্যাপল, ফোর্ড মোটর কোম্পানি, ওয়ালমার্ট এবং ওয়াল্ট ডিজনির মতো প্রতিষ্ঠান রয়েছে।

মঙ্গলবারের আলোচনায় হোয়াইট হাউজ কর্মকর্তাদের কাছে ট্রাম্পের নির্বাহী আদেশ স্বাক্ষরের প্রভাব তুলে ধরে মার্কিন প্রতিষ্ঠানগুলো। অ্যাপের বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপের কারণে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে মার্কিন প্রতিষ্ঠান পিছিয়ে পড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন তারা।

আলোচনায় অন্যান্য অংশগ্রহণকারীদের মধ্যে প্রক্টর অ্যান্ড গ্যাম্বল কোম্পানি, ইনটেল কর্পোরেশন, মেটলাইফ ইনকর্পোরেট, গোল্ডম্যান স্যাকস গ্রুপ, মর্গান স্ট্যানলি, ইউনাইটেড পার্সেল সার্ভিস ইনকর্পোরেট (ইউপিএস), মেরেক অ্যান্ড কো ইনকর্পোর্টে এবং কার্গিল ইনকর্পোরেট।

অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।