মার্কিন নির্বাচন: ফেইসবুক, টুইটারের পদক্ষেপ

মার্কিন নির্বাচন ঘিরে ভুয়া তথ্যের প্রচারণা থামাতে পদক্ষেপ নিতে শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মগুলো।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2020, 10:11 AM
Updated : 13 August 2020, 10:11 AM

প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গ্রাহককে ভোটের বিষয়ে তথ্য দিয়ে সহায়তা করতে নতুন একটি হাব চালু করেছে ফেইসবুক। আর ডাকযোগে ভোট এবং অগ্রিম ভোট নিয়ে ভুয়া তথ্য ছড়ানো বন্ধ করতে নীতিমালার পরিধি বাড়িয়েছে টুইটার।

ভুয়া সংবাদ প্রতিবেদন এবং ভুয়া তথ্যের প্রচারণা ঠেকাতে অনলাইন সামাজিক মাধ্যমগুলোর পদক্ষেপে ঘাটতি নিয়ে অনেক দিন ধরেই সমালোচনা চলছে। অনেকেই মনে করেন, এর প্রভাব পড়েছে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে। তাই এবারে আগেই পদক্ষেপ নিয়েছে সামাজিক মাধ্যমগুলো।

নতুন নীতিমালা যোগ করছে টুইটার, যা সব ধরনের ভোটের বিষয়ে সঠিক তথ্যের ওপর জোর দেবে, এর মধ্যে ডাকযোগে এবং অগ্রিম ভোটও থাকবে।

রয়টার্সকে ইমেইল বার্তায় মার্কিন যুক্তরাষ্ট্রে টুইটারের জননীতি বিভাগের ভাইস প্রেসিডেন্ট জেসিকা হেরেরা-ফ্লানিগান বলেন, “অংশীদারিত্ব, টুল এবং নতুন নীতিমালার মাধ্যমে আমরা প্রত্যেক যোগ্য ব্যক্তির নিবন্ধন এবং ভোট দেওয়ার দিকে নজর দিচ্ছি।”

এদিকে একটি ‘ভোটিং ইনফরমেশন সেন্টার’ চালু করেছে ফেইসবুক। এর মাধ্যমে ভোটের বিষয়ে সব সঠিক তথ্য সহজে খুঁজে পাবেন গ্রাহক।

ব্লগ পোস্টে ফেইসবুক জানিয়েছে, নির্বাচনের ফলাফল ঘিরে ভুয়া তথ্য ছড়ানো বন্ধে কর্মকর্তাদের সঙ্গেও কাজ করছে প্রতিষ্ঠানটি।