প্রত্যাশার চেয়েও ভালো মুনাফা করেছে ফক্সকন

গত প্রান্তিকে প্রত্যাশার চেয়েও ভালো মুনাফা করেছে বিশ্বের বৃহত্তম চুক্তিভিত্তিক বৈদ্যুতিক পণ্য উৎপাদক ফক্সকন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2020, 09:44 AM
Updated : 12 August 2020, 09:44 AM

বুধবার মুনাফার ব্যাপারে জানিয়েছে প্রতিষ্ঠানটি। অ্যাপলের মতো বড় গ্রাহক রয়েছে ফক্সকনের। জুনে শেষ হওয়া দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটি ৭৭ কোটি ৮৫ লাখ চার হাজার ডলারের মুনাফা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।

রয়টার্সের হিসেব বলছে, এক বছর আগের এ সময়ের চেয়ে ৩৪ শতাংশ বেশি এসেছে মুনাফা। এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো কিছু জানায়নি ফক্সকন। 

ফক্সকনের আনুষ্ঠানিক নাম ‘হন পাই প্রেসিশন ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড’

প্রতিষ্ঠানটি মে মাসেই জানিয়েছিল, ভাইরাসের কারণে স্মার্টফোন বিক্রি কম হওয়ায় দ্বিতীয় প্রান্তিকে “বড় মাপের” প্রভাব পড়বে চাহিদায়। তবে, বিশ্বব্যাপী শুরু হওয়া বাসা-থেকে-কাজকে ‘নতুন স্বাভাবিক’ ধরে নতুন সুযোগের সৃষ্টি হবে।

আইডিসি গবেষকরা জানিয়েছেন, গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় স্মার্টফোন রপ্তানী ১৬ শতাংশ কমেছে।

বিশ্লেষকরা অবশ্য আশাবাদী। অ্যাপলের নতুন আইফোন লাইনআপের শরতে বাজারে আসার কথা রয়েছে। এতে করে তাইপেভিত্তিক ফক্সকনের আয় আগামী মাসগুলোতে ঘুরে দাঁড়াবে বলে আশা করছেন তারা।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কেজিআই সিকিউরিটিস বলছে, নতুন আইফোনের ৭০ শতাংশেরও বেশি সংযোজন করবে ফক্সকন। এতে করে চতুর্থ প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয়ের উন্নতি আবারও শুরু হবে।