হাইটেক সিটিতে ৩০ কোটি ডলারের বিনিয়োগ

কালিয়াকৈরে ‘বঙ্গবন্ধু হাইটেক সিটি’-তে বায়োটেকনোলজি নিয়ে কাজ করার লক্ষ্যে ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে করবে ওরিক্স বায়ো-টেক লিমিটেড। এজন্য প্রতিষ্ঠানটিকে ব্লক-২ এ ২৫ একর জমি বরাদ্দ দিয়েছে কর্তৃপক্ষ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2020, 05:15 PM
Updated : 11 August 2020, 05:15 PM

মঙ্গলবার আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের অডিটোরিয়ামে এবিষয়ে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে হাইটেক সিটি কর্তৃপক্ষ।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশ ৩০ কোটি মার্কিন ডলারের বৈদেশিক বিনিয়োগ, প্রায় দুই হাজার জনের উচ্চ বেতনে কর্মসংস্থান সৃষ্টিসহ বায়ো-প্রযুক্তিতে অনেক দূর এগিয়ে যাবে, যা ভিশন ২০২১ বাস্তবায়নে অনেক অবদান রাখবে বলে উপস্থাপনায় জানিয়েছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, সামিট টেকনোপলিশ লিমিটেড এবং ওরিক্স বায়োটেক লিমিটেডের প্রতিনিধিরা চুক্তিতে স্বাক্ষর করেন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

সামাজিক দূরত্ব নিশ্চিত করে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিটি পরিবারের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা।