এবার ফরাসি তদন্তের মুখে টিকটক

টিকটকের ওপর প্রাথমিক তদন্ত শুরু করেছে গোপনতা নীতিনির্ধারক ফরাসি সংস্থা সিএনআইএল। ক্ষুদ্র ভিডও শেয়ারিং প্ল্যাটফর্মটির বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর এই তদন্ত শুরু হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে সংস্থাটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2020, 03:03 PM
Updated : 11 August 2020, 03:03 PM

গোপনতা বিষয়ে ইতোমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং ডাচ কর্তৃপক্ষের তদন্তের মুখে রয়েছে চীনা অ্যাপটি।

সিএনআইএল-এর এক মুখপাত্র বলেন, “টিকটকের বিরুদ্ধে একটি অভিযোগ এসেছে মে মাসে। এই অভিযোগটি নিয়ে এখন তদন্ত চলছে।”

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কী ধরনের অভিযোগ এসেছে তা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেননি ওই মুখপাত্র।

প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তদন্ত নিয়ে টিকটক বলেছে, “গ্রাহকের গোপনতা এবং নিরাপত্তা রক্ষা করাই আমাদের মূল প্রাধান্য। সিএনআইএল-এর তদন্ত বিষয়ে আমরা জানি এবং তাদেরকে পুরোপুরিভাবে সহায়তা করছি।”

এদিকে টিকটক জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা।

টিকটকের মার্কিন কার্যক্রম বিক্রি করতে সময় বেঁধে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ১৫ সেপ্টেম্বরের মধ্যে চুক্তি না হলে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে টিকটক সেবা।

জুন মাসে ইউরোপিয়ান ডেটা প্রোটেকশন বোর্ড (ইডিপিবি) জানিয়েছে, টিকটকের কার্যক্রম যাচাই করতে একটি টাস্ক ফোর্স বানাবে তারা। প্রতিষ্ঠানের ডেটা সংগ্রহ এবং নিরাপত্তা ও গোপনতা শঙ্কা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের আইনপ্রণেতাদের উদ্বেগের প্রেক্ষিতে এই প্রদক্ষেপের ঘোষণা দিয়েছে সংস্থাটি।