ফোল্ডএবল ই-রিডার দেখালো ই ইঙ্ক

ক্রমেই মূল ধারার ডিভাইস খাতে আসছে ফোল্ডএবল স্মার্টফোন। পরবর্তীতে কী যোগ হতে পারে এতে? ফোল্ডএবল ই-রিডার? এমন চেষ্টাই চালাচ্ছে ডিজিটাল কাগজের পেছনের কারিগর ই ইঙ্ক কর্পোরেশন। ফোল্ডএবল ই-রিডারের একটি ডেমো দেখিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2020, 01:23 PM
Updated : 11 August 2020, 01:23 PM

প্রযুক্তি সাইট ভার্জ বলছে, অনেক দিন ধরেই ফোল্ডএবল ই-ইঙ্ক পর্দা পর্দা নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানের গবেষণা ও উন্নয়ন ল্যাব। নতুন প্রোটোটাইপের ডেমো ভিডিওতে এই প্রযুক্তির সম্ভাবনা নিয়ে আরও স্পষ্ট ধারণা মিলেছে।

জুন মাসে ডিভাইসটির আগের একটি সংস্করণ দেখিয়েছে ই ইঙ্ক। এবারে নতুন সংস্করনে যোগ হয়েছে মজবুত কব্জা এবং ডিভাইসের ডানে নিচের দিকে পাঁচটি বাটন। আর পর্দায় আলো ফেলতে ওপরের দিকে রাখা হয়েছে দুইটি আলোর বার।

নোট লেখা, পাদটিকা যোগ করা এবং কোনো লেখায় আলোকপাত করতে ডিভাইসটিতে রয়েছে ওয়াকম প্রযুক্তি। এই প্রযুক্তির সমর্থনের কারণে স্টাইলাসের মাধ্যমে কাজগুলো সারতে পারবেন গ্রাহক।

ফোল্ডেবল ই-রিডারের পুরো ধারণাটিই অত্যন্ত আকর্ষণীয়। ফোল্ডএবল স্মার্টফোনের মতোই ছোট আকারের ডিভাইসে বড় পর্দা পাওয়া যাবে ফোল্ডএবল ই-রিডারে। আর ভাঁজ করার সুযোগ থাকায় বই বা নোটপ্যাডের মতো একটা ভাবও আসবে।

পাশাপাশি নোট লেখা এবং পড়ার উপকরণগুলো একত্রিত করার ক্ষমতার কারণে গ্রাহকের জন্য অত্যন্ত দরকারী ডিভাইস হতে পারে এটি।