‘চ্যাট সিঙ্ক’সহ একাধিক ডিভাইসে আসছে হোয়াটসঅ্যাপ

একাধিক ডিভাইস থেকে যাতে সেবা ব্যবহার করা যায় এবং চ্যাট হিস্টোরি ঠিকমতো পাওয়া যায়, সে ব্যবস্থা করছে ফেইসবুক মালিকানাধীন হোয়াটসঅ্যাপ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2020, 01:23 PM
Updated : 10 August 2020, 01:23 PM

বর্তমানে শুধু হোয়াটসঅ্যাপ ওয়েব দিয়েই এ কাজটি করা যায় এবং তা ফোন অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত করে নিতে হয়। সামনে হোয়াটসঅ্যাপ ওয়েব ছাড়াও এটি করা সম্ভব হবে। প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ জানিয়েছে, আগামীতে আইপ্যাডের জন্যও আসছে আলাদা হোয়াটসঅ্যাপের অ্যাপ।

বেশ অনেক মাস ধরেই শোনা যাচ্ছে, চ্যাট হিস্টোরি সিংক হবে এরকম একটি ফিচার আনবে হোয়াটসঅ্যাপ। তবে, সম্প্রতি ডব্লিউএবেটাইনফো জানিয়েছে, প্রথমে একাধিক ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহারের ফিচার আনবে, তারপর আইপ্যাড অ্যাপ ছাড়বে প্রতিষ্ঠানটি।

বর্তমানে বিশ্বব্যাপী হোয়াটসঅ্যাপের দুইশ’ কোটি ব্যবহারকারী রয়েছে। সম্প্রতি ভাইরাল মেসেজ ঠেকানোর ফিচার ও ভুল তথ্য শনাক্তে নতুন সার্চ ফিচার নিয়ে এসেছে সেবাটি।

এ ছাড়াও এপ্রিলে ভিডিও কলে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়িয়ে চারজন থেকে আটজন করেছে। ওই সময় হোয়াটসঅ্যাপ জানিয়েছিল, ভিডিও কলে এন্ড-টু-এন্ড এনক্রিপশনও থাকবে।