টিকটক: জাপানকে চীনের হুশিয়ারি

বেইজিং ভিত্তিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের ‘টিকটক’ নিষিদ্ধ করলে “বড় মাপের প্রভাব পড়বে” বলে জাপানকে হুশিয়ারি দিয়েছে চীন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2020, 03:17 PM
Updated : 8 August 2020, 03:17 PM

শুক্রবার নাম গোপন রেখেই সংশ্লিষ্ট জাপানি সূত্রের বরাতে খবরটি জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টিবিএস। জাপানে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির এক দল আইন প্রণেতা দেশটিতে টিকটক নিষিদ্ধ করতে চাইছেন। তাদের শঙ্কা জাপানি ব্যবহারকারীদের ডেটা চীনা সরকারের হাতে গিয়ে পড়তে পারে।

চীনের হুশিয়ারি প্রসঙ্গে এখনও কোনো মন্তব্য করেনি জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সরকার পক্ষও অ্যাপ নিষিদ্ধ করার ব্যাপারে কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ নেয়নি।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করতে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। আদেশ অনুযায়ী, ৪৫ দিনের মাথায় যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হয়ে যাবে টিকটক। তবে, তার আগেই যদি কোনো মার্কিন প্রতিষ্ঠান সোশাল ভিডিও অ্যাপটিকে কিনে নেয়, তাহলে এড়ানো সম্ভব হবে নিষিদ্ধের প্রক্রিয়া।

মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট অ্যাপটি কেনার ইচ্ছা প্রকাশ করেছে এবং আলোচনায় বসেছে। প্রথমে গণমাধ্যমে খবর এসেছিল, শুধু টিকটকের মার্কিন ব্যবসা কিনবে মাইক্রোসফট। আরেক খবর বলছে, পাঁচ হাজার কোটি মার্কিন ডলার মূল্যমানের টিকটকের বৈশ্বিক ব্যবসার পুরোটাই কিনতে আগ্রহী এ সফটওয়্যার জায়ান্ট।