সরকারি ডিভাইসে টিকটক নিষিদ্ধ চায় মার্কিন সিনেট

ফেডারেল কর্মীদের জন্য সরকারি ডিভাইসে ভিডিও-শেয়ারিং অ্যাপ টিকটক ব্যবহারে নিষেধাজ্ঞা আনতে ভোট দিয়েছে মার্কিন সিনেট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 August 2020, 02:10 PM
Updated : 7 August 2020, 02:10 PM

বৃহস্পতিবার এ বিষয়ে সিনেটর জশ হলির প্রস্তাবিত একটি বিল সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে বলে প্রতিবেদনে বলেছে বার্তা সংস্থা রয়টার্স।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাপটি নিষিদ্ধ করার হুমকি দিয়েছে হোয়াইট হাউস। অ্যাপটির মালিকানা চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের কাছে থাকায় জাতীয় নিরাপত্তার ঝুঁকি নিয়ে শঙ্কার কারণে মার্কিন নীতিনির্ধারকদের তোপের মুখে পড়েছে টিকটক।

২০১৭ সালের একটি চীনা আইন অনুযায়ী দেশের গোয়েন্দা কার্যক্রমে সমর্থন এবং সহযোগিতার দায়িত্ব থাকবে সে দেশীয় প্রতিষ্ঠানগুলোর ওপর।

সরকারি ডিভাইসে টিকটক ডাউনলোডে কর্মীদেরকে বাধা দিতে গত মাসেই ভোট দিয়েছেন হাউজ অফ রিপ্রেজেনটেটিভস-এর সদস্যরা। প্রতিনিধি কেন বাকের একটি প্রস্তাবনার অংশ হিসেবে এই ভোট দিয়েছেন তারা।

হোয়াইট হাউসের সমর্থন এবং সিনেটের অনুমোদনে শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্রে একটি আইন হতে পারে টিকটকের এই নিষেধাজ্ঞা।

বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি টিকটক।

বুধবার প্রতিষ্ঠানটি বলেছে, নির্বাচনকে ঘিরে সম্ভাব্য ভূয়া তথ্যের সত্যতা যাচাই এবং “বিদেশি হস্তক্ষেপ থেকে সুরক্ষা দিতে” মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে কাজ করছে টিকটক।