আবারও ৩১০ কোটি মার্কিন ডলারের শেয়ার বেচলেন বেজোস

চলতি সপ্তাহে ৩১০ কোটি মার্কিন ডলার মূল্যের অ্যামাজন শেয়ার বিক্রি করেছেন প্রতিষ্ঠান প্রধান জেফ বেজোস, এমন তথ্যই পাওয়া গেছে সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নথিতে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 August 2020, 04:05 PM
Updated : 6 August 2020, 04:05 PM

প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি বলছে, পূর্বে বন্দোবস্ত করা ১০বি৫-১ বাণিজ্যিক পরিকল্পনার অংশ হিসেবেই এই শেয়ার বিক্রি করেছেন বেজোস।

এর আগে চলতি বছরের শুরুতে ৪১০ কোটি মার্কিন ডলারের শেয়ার বিক্রি করেছেন অ্যামাজন প্রধান। এ সপ্তাহের বিক্রি মিলিয়ে এ বছর মোট ৭২০ কোটি মার্কিন ডলার মূল্যের শেয়ার বিক্রি করেছেন বেজোস।

এখনও পাঁচ কোটি ৪০ লাখ শেয়ার রয়েছে বেজোসের দখলে, যার বাজার মূল্য ১৭ হাজার কোটি মার্কিন ডলার। গত বছরও ২৮০ কোটি ডলার মূল্যের শেয়ার বিক্রি করেছেন তিনি।

এবারের শেয়ার বিক্রির বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি অ্যামাজনের কোনো প্রতিনিধি।

গত সপ্তাহেই দ্বিতীয় প্রান্তিকের আয়ের হিসাব প্রকাশ করেছে অ্যামাজন। করোনাভাইরাস মহামারীতে অনলাইন বিক্রি বেড়ে যাওয়ায় বিশ্লেষকদের প্রত্যাশা ছাড়িয়েছে প্রতিষ্ঠানের আয়।

এবছর অ্যামাজনের শেয়ার মূল্য বেড়েছে ৭৩ শতাংশ। বুধবারই প্রতিষ্ঠানের শেয়ার মূল্য বেড়েছে ২.১ শতাংশ।