হ্যাকিংয়ের লক্ষ্যে ব্রিটিশ ডেন্টাল অ্যাসোসিয়েশন

যুক্তরাজ্যের দন্ত চিকিৎসকদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং অন্যান্য তথ্য হ্যাকাররা চুরি করে থাকতে পারে বলে সদস্যদেরকে সতর্ক করেছে ব্রিটিশ ডেন্টাল অ্যাসোসিয়েশন (বিডিএ)। ৩০ জুলাইয়ের একটি হামলার ঘটনায় এই তথ্য বেহাত হয়ে থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2020, 04:05 PM
Updated : 5 August 2020, 04:05 PM

বিবিসিকে সংস্থার এক মুখপাত্র বলেন, রোগীর তথ্য ফাঁস হয়েছে এমন শঙ্কাও রয়েছে। বিষয়টি নিয়ে তারা এখনও অনিশ্চিত।

হামলার পর থেকেই বন্ধ রয়েছে বিডিএ’র ওয়েবসাইট।

এই ঘটনার পর কেউ নিজেকে ব্যাংকের কর্মকর্তা হিসেবে দাবি করতে পারেন বলেও সদস্যদেরকে সতর্ক থাকতে বলেছে বিডিএ।

সদস্যদেরকে একটি ইমেইলে বিডিএ জানিয়েছে, অন্যান্য তথ্যের মধ্যে “যোগাযোগের লগ এবং রোগের নথি” চুরি গেছে বলে ধারণা করা হচ্ছে।

বিবিসিকে প্রাথমিকভাবে এক মুখপাত্র বলেন, নথিগুলো বীমার দাবি সম্পর্কিত, এতে রোগীর তথ্য থাকতে পারে।

পরবর্তীতে বিষয়টি পরিষ্কার করে ওই মুখপাত্র আবার বলেন, “সদস্যদের চাহিদায় একটি ট্রেড ইউনিয়ন হিসেবে কাজ করে বিডিএ।” রোগীর পুরো রেকর্ড মজুদ করে না সংস্থাটি।

বিডিএ প্রধান নির্বাহী মার্টিন উডরো বলেন, বিষয়টি নিয়ে এখনও তদন্ত চলছে।

“এই অপরাধীদের জটিলতার কারণে আমরা এখনও পুরোপুরিভাবে জানাতে পারছি না কোন তথ্যগুলো বেহাত হয়েছে। আমরা বিধ্বস্ত এবং তথ্য ফাঁসের জন্য ক্ষমা চাচ্ছি,” ইমেইলে বলেন উডরো।

বিবিসিকে এক দন্ত চিকিৎসক বলেন, প্রতারকরা ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করেছেন বলে তারা চিন্তিত, বিশেষ করে এই নজিরবিহীন আর্থিক সংকটের সময়।

“হ্যাকার যদি আমার ব্যক্তিগত তথ্যের পাশাপাশি আমার ব্যবসায়িক নাম, ঠিকানা এবং ব্যাংকের বিস্তারিত তথ্য হাতিয়ে নেয়, তবে পরিচয় জালিয়াতি স্ক্যামের জন্য এটি যথেষ্ট,” বলেন ওই চিকিৎসক।

ভুক্তভোগীদের জন্য এই তথ্য ফাঁস গুরুতর হতে পারে বলে সতর্ক করেছেন প্রোপ্রাইভেসি’র ডিজিটাল গোপনতা বিশেষজ্ঞ আটিলা টমাসেক।