সংবাদমাধ্যমে কোভিড-১৯ ডেটা ব্যবহার নিয়ে ওয়েবিনার ডেটাফুলের

সংবাদমাধ্যমে কোভিড-১৯ ডেটার দায়িত্বশীল ব্যবহার বিষয়ে সংবাদকর্মীদের সচেতন ও দক্ষ করার লক্ষ্যে ওয়েবিনার আয়োজন করছে ডেটাফুল। ধারাবাহিক ওয়েবিনারের তৃতীয়টি অনুষ্ঠিত হবে অগাস্টের ০৬ তারিখ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 August 2020, 11:01 AM
Updated : 5 August 2020, 11:01 AM

‘শিরোনামে কোভিড-১৯ ডেটার ব্যবহার’ শীর্ষক এ ওয়েবিনারে বক্তব্য রাখবেন ওয়াশিংটনভিত্তিক ডেটা ভিজুয়ালাইজেশন বিশেষজ্ঞ আমান্ডা মাকুলেক। জনস্বাস্থ্য নিয়ে পড়ালেখা করেছেন তিনি। ওয়েবিনারটি সবার জন্য উম্মুক্ত। এতে অংশ নিতে সংশ্লিষ্ট লিঙ্কে গিয়ে বিনামূল্যে নিবন্ধন করা যাবে।

ডেটাফুলের ধারাবাহিক আয়োজনের দ্বিতীয়টি হয়েছিল গত ১৩ জুলাই। ‘কোভিড-১৯: ডেটার সঠিক বেঠিক ব্যবহার’ শিরোনামের ওই ওয়েবিনারে আলোচক ছিলেন মায়ামি বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বিভাগের শিক্ষক ও ভিজুয়াল সাংবাদিক আলবার্তো কায়রো।

ব্রিটিশ ডেটা সাংবাদিক ও লেখক পল ব্র্যাডশ’র আলোচনায় প্রথম ওয়েবিনরাটি অনুষ্ঠিত হয় গত ৩ জুলাই।