কোভিড-১৯: এক চতুর্থাংশ কর্মী ছাঁটাই করছে বুকিং ডটকম

করোনাভাইরাস মহামারীতে মানুষের ভ্রমণ কমে যাওয়ায় ২৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ভ্রমণের ওয়েবসাইট বুকিং ডটকমের মূল প্রতিষ্ঠান বুকিং হোল্ডিংস।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2020, 07:05 PM
Updated : 4 August 2020, 07:05 PM

বিশ্বজুড়ে ১৭ হাজারের বেশি কর্মী রয়েছে বুকিং ডটকমের, জানিয়েছেন প্রতিষ্ঠানের এক মুখপাত্র।

এ বিষয়ে পরিকল্পনা চূড়ান্ত করবে সাইটটির মালিক প্রতিষ্ঠান এবং প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি বলছে, সেপ্টেম্বর থেকে কর্মীদেরকে দেশের ভিত্তিতে ছাঁটাইয়ের বিষয়ে জানাবে প্রতিষ্ঠানটি।

বুকিং ডটকমের পাশাপাশি অনলাইন ভ্রমণ প্রতিষ্ঠান কায়াক এবং প্রাইসলাইনের মূল প্রতিষ্ঠানও বুকিং হোল্ডিংস। তবে, ছাঁটাই প্রক্রিয়ায় আক্রান্ত হবেন শুধু বুকিং ডটকমের কর্মীরা।

চলমান করোনাভাইরাস মহামারীতে ধস চলছে পর্যটন ব্যবসায়। অনেকেরই বিশ্বাস করোনাভাইরাসের টিকা না এলে স্বাভাবিক হবে না এই খাত। চলতি বছরের প্রথম প্রান্তিকে গত বছরের চেয়ে ভ্রমণ ৫১ শতাংশ কমেছে বলে জানিয়েছে বুকিং ডটকম। বৃহস্পতিবার দ্বিতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করবে প্রতিষ্ঠানটি।

সিএনবিসিকে প্রতিষ্ঠানের এক মুখপাত্র বলেন, “পর্যটন খাতে ধ্বংসাত্মক প্রভাব ফেলেছে কোভিড-১৯ মহামারী এবং ভ্রমণের সংখ্যা অনেক কম বলে আমরা এখনও এর প্রভাব টের পাচ্ছি। যতো বেশি সম্ভব কর্মীর চাকুরি রাখতে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। আমরা বিশ্বাস করি ভবিষ্যত ভ্রমণের ক্ষেত্রে আমাদের প্রত্যাশা পূরণ করতে হলে আমাদেরকে প্রতিষ্ঠানের কাঠামো নতুন করে সাজাতে হবে।”