চীনা এআই প্রতিষ্ঠানের ১৪৩ কোটি ডলারের মামলায় অ্যাপল

অ্যাপলের বিরুদ্ধে পেটেন্ট অমান্য করার অভিযোগ এনে মামলা করেছে চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান শাংহাই ঝিঝেন ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক টেকনোলজি। প্রতিষ্ঠানটি পরিচিত শিয়াও-ই নামে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2020, 02:24 PM
Updated : 3 August 2020, 02:24 PM

ক্ষতিপূরণ হিসেবে অ্যাপলের কাছে ১৪৩ কোটি মার্কিন ডলার দাবি করেছে শিয়াও-ই। পাশাপাশি এই পেটেন্ট মানছে না এমন পণ্যের “উৎপাদন, ব্যবহার, বিক্রির অঙ্গীকারবদ্ধ, বিক্রি হচ্ছে এবং আমদানি হচ্ছে” সব কিছু জব্দ করার দাবি করেছে প্রতিষ্ঠানটি।

প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স বলছে, শিয়াও-ই'র দাবি অ্যাপলের ভয়েস-রিকগনিশন প্রযুক্তি সিরি তাদের একটি পেটেন্ট অমান্য করছে। এই পেটেন্টের জন্য তারা ২০০৪ সালে আবেদন করেছে এবং এটি অনুমোদন পেয়েছে ২০০৯ সালে।

মামলার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি অ্যাপল। তাৎক্ষণিকভাবে আদালতের আবেদনের কপিও পায়নি বলে জানিয়েছে রয়টার্স।

অ্যাপলের বিরুদ্ধে প্রায় এক দশক ধরে পেটেন্ট মামলা চালাচ্ছে শাংহাই ঝিঝেন।

২০১২ সালে প্রথম অ্যাপলের বিরুদ্ধে ভয়েস রিকগনিশন প্রযুক্তি নিয়ে পেটেন্ট অমান্য করার মামলা করে প্রতিষ্ঠানটি। অবশ্য পেটেন্টটি বৈধ বলে চলতি বছর জুলাই মাসে রুল জারি করেছে চীনের সুপ্রিম পিপল’স আদালত।