মাইক্রোসফটের নজর টিকটক কেনায়

সোশাল ভিডিও অ্যাপ টিকটককে সম্ভবত কিনে নিতে চাইছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2020, 11:53 AM
Updated : 2 August 2020, 11:53 AM

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে শুক্রবার এ ব্যাপারে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস। এর আগেই অবশ্য মাইক্রোসফট ও টিকটকের ঘটনার ব্যাপারে প্রথমে জানিয়েছে ফক্স বিজনেস।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশে স্বাক্ষর করে টিকটক নিষিদ্ধ করবেন বলে হুমকি দিয়েছেন।

টিকটকের মালিক ‘বাইটড্যান্স’ চীনের বেইজিং-ভিত্তিক প্রতিষ্ঠান। বাইটড্যান্স-কে টিকটক ব্যবহারকারীদের ডেটা হস্তান্তরে চীন সরকার বাধ্য করতে পারে এমন শঙ্কায় রয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশের সরকার। এরই মধ্যে ভারতে নিষিদ্ধ হয়েছে অ্যাপটি, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় গোপনতা শঙ্কায় তদন্তের মুখে পড়েছে টিকটক।

জাপানেও একই শঙ্কায় টিকটক নিষিদ্ধ করতে চাচ্ছেন দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির আইন প্রণেতারা।

টিকটক অবশ্য বরাবরই বলে আসছে চীন কখনও ডেটা চায়নি, এবং চীন চাইলেও ডেটা দেওয়া হবে না। তবে, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির মতো ঘটনা দ্বিতীয়বার আর হতে দিতে রাজি নয় বিশ্ব।

বাইটড্যান্স অবশ্য শেষ রক্ষার চেষ্টা করছে অনেকদিন থেকেই। বর্তমানে টিকটক সামলাচ্ছেন সাবেক ডিজনি নির্বাহী কেভিন মেয়ার, টিকটকের প্রধান নির্বাহী হিসেবে প্রতিষ্ঠানটিতে যোগ দিয়েছেন তিনি।