টুইটার হ্যাক: কর্মীদের অ্যাকাউন্টে ‘ফিশিং’ আক্রমণ প্রথমে

দুই সপ্তাহ আগে টুইটারে অনুপ্রবেশ করেছিল হ্যাকাররা, নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল বেশ কিছু খ্যাতনামা ব্যক্তির টুইটার অ্যাকাউন্টের। সম্প্রতি টুইটার জানিয়েছে, ফোনের মাধ্যমে স্বল্প সংখ্যক টুইটার কর্মীর উপর “স্পিয়ার-ফিশিং” আক্রমণ চালিয়ে সাইটে অনুপ্রবেশ করেছিল তারা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2020, 07:50 AM
Updated : 31 July 2020, 07:50 AM

বৃহস্পতিবার টুইটার জানিয়েছে, ‘অ্যাকাউন্ট সাপোর্ট টুলসে’ প্রবেশাধিকার রয়েছে এমন কিছু কর্মীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। রয়টার্স এক প্রতিবেদনে উল্লেখ করেছে, ওই ঘটনার পরে নিজেদের আভ্যন্তরীন টুল এবং সিস্টেমের প্রবেশাধিকার সীমিত করেছে টুইটার।

মূল হামলায় যুক্তরাষ্ট্রের মাইক্রোব্লগিং সাইটটির মোট ১৩০টি অ্যাকাউন্ট হ্যাকারের হাতে চলে গিয়েছিল, টুইট করা হয়েছিল ৪৫টি থেকে, ইনবক্স ঘাঁটানো হয়েছিল ৩৬টির, এবং ডেটা নামানো হয়েছিল সাতটি থেকে।

জুলাইয়ের ১৫ তারিখ টুইটারের অভ্যন্তরীণ সিস্টেমে প্রবেশাধিকার নিয়ে মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, শতকোটিপতি ইলন মাস্ক, জনহিতৈষী বিল গেটস, রিয়েলিটি টিভি তারকা কিম কার্দাশিয়ানের মতো প্রভাবশালীদের অ্যাকাউন্টে অনুপ্রবেশ করেছিল হ্যাকাররা, টুইট করেছিল ক্রিপ্টোকারেন্সি চেয়ে।

পাবলিক রেকর্ড বলছে, ওই স্ক্যামে এক লাখেরও বেশি ক্রিপ্টোকারেন্সি হাতিয়ে নিতে পেরেছে হ্যাকাররা।

স্পিয়ার ফিশিং কৌশল হচ্ছে, পরিচিত ও নির্ভরযোগ্য প্রেরক সেজে মেইল পাঠিয়ে কারো কাছ থেকে গোপন তথ্য হাতিয়ে নেওয়া।

রয়টার্সের গত সপ্তাহের এক প্রতিবেদনে বলছে, এ বছরের শুরুতে এক হাজারেরও বেশি টুইটার কর্মী ও ঠিকাদারের কাছে ব্যবহারকারী অ্যাকাউন্ট সেটিংস পরিবর্তন এবং অন্যকে নিয়ন্ত্রণ দেওয়ার মতো অভ্যন্তরীণ টুল ছিল।