উবারের এশিয়া প্যাসিফিক প্রধান কার্যালয় সিঙ্গাপুরেই

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য প্রধান কার্যালয় আপাতত সিঙ্গাপুরেই রাখছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার টেকনোলজিস।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2020, 08:13 PM
Updated : 30 July 2020, 08:13 PM

হংকংয়ে নিজেদের এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান কার্যালয় নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল উবার। কিন্তু সে পরিকল্পনা এখন আর আলোর মুখ দেখছে না। রয়টার্স উল্লেখ করেছে, ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত সিঙ্গাপুরে থাকছে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়।

উবার জানিয়েছে, হংকং সরকার এখনও নিজেদের রাইড শেয়ারিং নীতিমালা সংস্কারের জন্য যথেষ্ট পদক্ষেপ নেয়নি। এ জন্যই প্রধান কার্যালয় সেখানে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

“আমরা সংস্কারের জন্য দৃঢ় জনসমর্থন দেখেছি, কিন্তু সরকারের পক্ষ থেকে আশ্বস্ত হওয়ার মতো তেমন কিছু দেখিনি। আমরা ওই প্রচেষ্টা চালিয়ে যাওয়ার মধ্যবর্তী সময়টিতে সিঙ্গাপুরেই আমাদের আঞ্চলিক হাব রাখার সিদ্ধান্ত নিয়েছি।” - এক বিবৃতিতে বলেছে উবার।