জাপানে নিষিদ্ধ হতে পারে টিকটক!

এবার জাপানে চীনা মালিকানাধীন অ্যাপ টিকটক নিষিদ্ধ করতে চাচ্ছেন দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির আইন প্রণেতারা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2020, 09:29 AM
Updated : 30 July 2020, 09:29 AM

তাদেরও শঙ্কা, চীনা সরকারের কাছে চলে যেতে পারে জাপানের টিকটক ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা। রয়টার্স উল্লেখ করেছে, আইন প্রণেতাদের একটি দল সরকারের কাছে প্রস্তাবনা পেশ করার সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে মঙ্গলবার বৈঠকে বসেছিল আইন প্রণেতাদের ওই দলটি।

দলটির নেতৃত্ব দিচ্ছেন জাপানের সাবেক অর্থমন্ত্রী আকিরা আমারি। সেপ্টেম্বরের শুরু নাগাদ প্রস্তাবনা রাখার পরিকল্পনা রয়েছে তাদের।

বেইজিংভিত্তিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানায় রয়েছে সোশাল ভিডিও অ্যাপ টিকটক। এরই মধ্যে ভারতে নিষিদ্ধ হয়েছে অ্যাপটি। সম্ভাব্য ডেটা গোপনতা ঝুঁকি রয়েছে - অভিযোগে অস্ট্রেলিয়াও তদন্ত শুরু করেছে। মার্কিন টিকটক ব্যবহারকারীদের ডেটা চীন চাইতে পারে এমন শঙ্কায় যুক্তরাষ্ট্রে-ও তদন্তের মুখে পড়েছে সেবাটি।

টিকটক অবশ্য বরাবরই বলে আসছে এখন পর্যন্ত চীনকে কোনো ডেটা দেয়নি তারা, এবং চীন চাইলেও কোনো ডেটা তারা দেবে না।