টুইটার থেকে সাময়িক বরখাস্ত ডনাল্ড ট্রাম্প জুনিয়র

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জেষ্ঠ্য পুত্রকে ১২ ঘন্টার জন্য টুইট করা থেকে বরখাস্ত করেছে টুইটার। হাইড্রোক্লোরোকুইনের উপকার নিয়ে আলোচনার একটি ভিডিও পোস্ট করে এই শাস্তি পেয়েছেন ট্রাম্প জুনিয়র।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2020, 10:18 AM
Updated : 29 July 2020, 10:18 AM

প্রেসিডেন্ট ট্রাম্পসহ অনেকেরই দাবি, করোনাভাইরাস প্রতিরোধে কার্যকর এই হাইড্রোক্লোরোকুইন। এদিকে চিকিৎসা গবেষণা বলছে ভিন্ন কথা।

প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ট্রাম্প জুনিয়রের পোস্টটি কোভিড-১৯ বিষয়ে ভুয়া তথ্যের নীতিমালা অমান্য করেছে বলে দাবি করেছে টুইটার।

টুইট থেকে সাময়িক বরখাস্ত হলেও টুইটার ব্রাউজ এবং বার্তা আদান প্রদান করতে পারবেন ট্রাম্প জুনিয়র।

বিবিসিকে টুইটার বলছে, প্রতিষ্ঠানটি তাদের “নীতিমালা অনুযায়ী পদক্ষেপ” নিয়েছে।

করোনাভাইরাস নিয়ে ভুয়া তথ্য ছড়ানো আটকাতে পদক্ষেপ নিয়েছে অন্যান্য বড় মার্কিন সামাজিক মাধ্যমও।

ডনাল্ড ট্রাম্প জুনিয়রের মুখপাত্র অ্যান্ডি সুরাবিয়ান বলেন, এই সিদ্ধান্তটি “বিবর্ণের চেয়েও বেশি কিছু।”

“চিকিৎসা খাতের পেশাদাররা হাইড্রোক্লোরোকুইন নিয়ে আলোচনা করছে, এমন একটি ভাইরাল ভিডিও শেয়ার করায় ডন জুনিয়রের টুইটার বরখাস্ত করার ঘটনাটি আরও প্রমাণ করছে যে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো অনলাইনে বাক স্বাধীনতা ক্ষুন্ন করতে চাইছে এবং রিপাবলিকান কন্ঠ রোধ করতে নির্বাচনে হস্তক্ষেপের আরেকটি চেষ্টা এটি।”

অ্যান্ডি আরও বলেন, “করোনাভাইরাসের চিকিৎসায় হাইড্রোক্লোরোকুইনের কার্যকরিতা নিয়ে চিকিৎসা খাতে অনেক অসস্মতি থাকলে, সিএনএন-এর মতো অনেক মূলধারার সংবাদমাধ্যম প্রতিবেদনে জানিয়েছে এটি একটি কার্যকর চিকিৎসা হতে পারে।”