টিন্ডার প্রধানের দায়িত্বে জিম ল্যানজোন

সিবিএস ইন্টারঅ্যাক্টিভের সাবেক প্রধান জিম ল্যানজোনকে ডেটিং অ্যাপ টিন্ডারের প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দিয়েছে মালিক প্রতিষ্ঠান ম্যাচ গ্রুপ ইনকর্পোরেটেড।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2020, 04:06 PM
Updated : 28 July 2020, 04:07 PM

সর্বশেষ বেঞ্চমার্ক ক্যাপিটালের এক্সিকিউটিভ-ইন-রেসিডেন্স পদে দায়িত্ব পালন করেছেন ল্যানজোন।

প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স বলছে, পদত্যাগ করছেন টিন্ডার প্রধান ইলাই সিডম্যান। ৩ অগাস্ট থেকে সিডম্যানের স্থলাভিষিক্ত হবেন ল্যানজোন। ম্যাচ গ্রুপ প্রধান শার ডুবের তত্ত্বাবধানে কাজ করবেন তিনি।

সামনের সপ্তাহেই দ্বিতীয় প্রান্তিকের আয়ের হিসাব প্রকাশ করতে পারে ম্যাচ গ্রুপ।

টিন্ডারের বৃদ্ধি কমে যাওয়ায় বছরের প্রথম প্রান্তিকে ওয়াল স্ট্রিটের প্রত্যাশা মতো আয় করতে পারেনি ম্যাচ। কোভিড-১৯ মহামারীর কারণে টিন্ডার সেবা এবং প্রিমিয়াম ফিচারের জন্য নিবন্ধন করেছেন কম গ্রাহক।

বছরের প্রথম প্রান্তিকে এক লাখ গ্রাহক টিন্ডারে নিবন্ধন করেছেন, যা অন্তত এক বছরের মধ্যে সবচেয়ে কম। এতে প্রতিষ্ঠানের মোট নিবন্ধিত গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ।

সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ ১৩টি দেশের কিছু সংখ্যক ব্যবহারকারীর ওপর ভিডিও কলিং ফিচার পরীক্ষার ঘোষণা দিয়েছে ডেটিং সেবাদাতা অ্যাপটি।