দ্বিতীয় প্রান্তিকের ফলাফল প্রকাশ পেছালো ফেইসবুক

নিজেদের দ্বিতীয় প্রান্তিকের ফলাফল একদিন পরে প্রকাশ করবে ফেইসবুক। কংগ্রেসে স্বাক্ষ্য দিতে যাবেন ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ, তার স্বাক্ষ্যের পর দ্বিতীয় প্রান্তিকের ফলাফল জানাবে মার্কিন এ সোশাল জায়ান্ট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2020, 08:51 AM
Updated : 28 July 2020, 08:51 AM

নতুন সিদ্ধান্তে জুলাইয়ের ৩০ তারিখে ফলাফল প্রকাশিত হবে বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে।

মার্কিন কংগ্রেসে ওই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জুলাইয়ের ২৯ তারিখ। প্রথমে জুলাইয়ের ২৭ তারিখ শুনানির দিন ঠিক করলেও পরে সে তারিখ পেছায় কংগ্রেস। প্রয়াত নাগরিক অধিকার আইকন ও কংগ্রেস সদস্য জন লুইসে শেষকৃত্যানুষ্ঠানের কারণে শুনানির তারিখ পিছিয়ে দিয়েছিল জুডিশিয়ারি কমিটি।

এই শুনানিতেই প্রথমবারের মতো টিম কুক, জেফ বেজোস, মার্ক জাকারবার্গ এবং সুন্দার পিচাই একত্রে কংগ্রেসের সামনে স্বাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। প্রতিযোগিতা নিজেদের অনুকূলে আনতে চার প্রযুক্তি জায়ান্ট কোনো নিয়ম ভাঙছে কি না তা খুঁজে দেখা হবে অ্যান্টিট্রাস্ট সাবকমিটির তদন্তে।