ডিরেক্ট মেসেজ কেবল মিম লেনদেনের জন্য ব্যবহার করেন মাস্ক
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jul 2020 08:40 PM BdST Updated: 27 Jul 2020 08:40 PM BdST
-
ছবি- রয়টার্স
ব্যাঙ্গাত্মক ছবি বা অ্যানিমেশন (মিম) আদান প্রদানের জন্যই বেশির ভাগ সময় টুইটারের ডিরেক্ট মেসেজেস (ডিএম) ব্যবহার করেন বলে জানিয়েছেন ইলন মাস্ক। এ করণে অ্যাকাউন্ট হ্যাকিংয়ের শিকার হলেও খুব বেশি চিন্তিত নন টেসলা প্রধান।
১৫ জুন বিটকয়েন স্ক্যামে হ্যাকিংয়ের শিকার হয় একশ’র বেশি প্রভাবশালী ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট। এর মধ্যে ইলন মাস্কও একজন। টুইটার বলেছে, হামলাকারীরা সম্ভবত ব্যক্তিগত ডিএম এবং ব্যক্তিগত তথ্য ডাউনলোড করেছে।
টুইটার আরও জানিয়েছে, যে অ্যাকাউন্টগুলো থেকে ডেটা নিয়েছে হ্যাকাররা তার কোনোটি ভেরিফাইড নয়। ইলন মাস্কের অ্যাকাউন্টটি ভেরিফাইড, প্রতিবেদনে এমনটাই বলছে প্রযুক্তি সাইট ভার্জ।
নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে মাস্ক বলেন, “আমার ডিএম জনগণের কাছে উন্মুক্ত হওয়ার বিষয়ে আমি চিন্তিত নই। আমার মনে হয়, আমরা আমার ডিএম-এ খুব কম অংশ পাবো, যা শুনতে হয়তো খারাপ শোনাবে। আমার ডিএম বেশির ভাগই মিম আদান প্রদানের জন্য।”
ফ্রেমন্ট ক্যালিফোর্নিয়ার কারখানা পুনরায় চালু করতে অঙ্গরাজ্যটির সঙ্গে বিবাদের সময় মাস্ক বলেন, “আমি মনে করি কোভিড বিপজ্জনক, যদি আপনি বয়স্ক হয়ে থাকেন। আপনি যদি দূর্বল হন, তাহলে অবশ্যই লকডাউনের কার্যকরিতা রয়েছে। তবে আপনি যদি দূর্বল না হন, তাহলে আমি মনে করি না লকডাউনের কোনো অর্থ আছে।”
সাক্ষাৎকারে টেসলা প্রধান বলেন, কারখানায় মাস্ক পরেন তিনি।
সাধারণত খুব বেশি সাক্ষাৎকার দেন না মাস্ক। কিন্তু এবারের সাক্ষাৎকারে স্পেসএক্স, টেসলা, ফেইসবুক, এআই টুইটার, অ্যামাজন এবং ব্লু অরিজিন প্রধান জেফ বেজোসকে পাঠানো কপি ক্যাট টুইট ও মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সব বিষয়েই কথা বলেছেন তিনি।
স্পেসএক্স-এর ক্রু ড্রাগন ক্যাপসিউল উৎক্ষেপণের পর মাস্ককে “আমাদের জিনিয়াসদের একজন” বলেছেন ট্রাম্প। এতে তার সমস্যা নেই বলে জানিয়েছেন স্পেসএক্স প্রধান।
“আমি এই প্রশংসা গ্রহণ করবো,” বলেন মাস্ক।
-
২০ জনপ্রিয় গেইম আনছে সনির ‘প্লেস্টেশন ভিআর২’
-
মেটাভার্সে মানবাধিকার লঙ্ঘন নিয়ে তদন্ত চায় না মেটা
-
মাস্কের অনিশ্চয়তার মধ্যেই বার্ষিক সভা টুইটারের
-
নতুন পিসিতে পুরনো অ্যাপ: পরীক্ষায় মাইক্রোসফট
-
চীনের লকডাউনে পেছালো অ্যাপলের আইফোন উৎপাদন
-
নিজের ফেইসবুক অ্যাকাউন্ট মুছে দেবেন যেভাবে
-
গোলকধাঁধা থেকেও পালাতে পারে ‘পাস্তা রোবট’
-
ক্রিপ্টো ধসে বিপাকে ইউক্রেইন সরকার
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- দেখিয়ে দিতে চান আজার
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- বিএমডব্লিউ, মার্সিডিজসহ ১০৮ গাড়ি নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস