তথ্য-প্রযুক্তি, প্রোগ্রামিং ও অন্যান্য সফটওয়্যার খাতে কর্মস্থল থেকে দূরে বসে বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ চাকরিগুলোর ক্ষেত্রে ভিডিও ইন্টারভিউতে চাকরিদাতাদের বোকা বানাতে ডিপফেইক প্রযুক্তি ব্যবহার করছে প্রতারকর ...
এর আগে নিজেদের বার্ষিক আয়ের লক্ষ্য ৭০ কোটি ডলার থেকে ৮০ কোটি ডলার নির্ধারণ করেছিল হুয়াওয়ে। রয়টার্সের প্রতিবেদন বলছে, সোমবার সেটা কমিয়ে এবার ৩৫ কোটি থেকে ৫০ কোটি নির্ধারণ করেছে চীনা এ টেক জায়ান্ট।
নিজেদের ৬০ থেকে ৭০ শতাংশ ভারতীয় কর্মীও ছাঁটাই করবে হুয়াওয়ে। তবে, গবেষণা ও উন্নয়ন এবং বৈশ্বিক সেবা কেন্দ্রের কর্মীরা ছাঁটাইয়ের হাত থেকে রেহাই পাবেন।
হুয়াওয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
এমন একটি সময়ে হুয়াওয়ে এ সিদ্ধান্ত জানিয়েছে যখন ভারতে চলছে চীনা পণ্য বয়কট। চীন ভারত সীমান্ত অস্থিরতা ও ২০ জন ভারতীয় সৈনিককে হত্যা প্রশ্নে বর্তমানে কঠোর অবস্থানে রয়েছে ভারত।