কোভিড-১৯: এক লাখ কর্মীর জন্য অ্যাপ আনছে সিমেন্স

কর্মীদের যাতে কাজে সুবিধা এবং দীর্ঘ লকডাউন শেষে কর্মক্ষেত্রে ফিরতে সমস্যা না হয়, সে জন্য মোবাইল অ্যাপ নিয়ে এসেছে সিমেন্স।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2020, 03:10 PM
Updated : 23 July 2020, 03:10 PM

গোটা বিশ্বে প্রতিষ্ঠানটির শত শত কার্যালয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে অ্যাপটিকে। সবমিলিয়ে ৩০টি দেশের এক লাখেরও বেশি সিমেন্স কর্মী অ্যাপটিতে প্রবেশাধিকার পাবে বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে।

স্থানীয় পর্যায়ের কোভিড-১৯ পরিস্থিতি সম্পর্কিত খবরাখবর জানাবে অ্যাপটি। ফলে শারীরিক দূরত্বসহ অন্যান্য বিধিনিষেধ মানতে সুবিধা হবে সিমেন্স কর্মীদের। অ্যাপটিতে রয়েছে কনট্যাক্ট ট্রেসিং ফিচারও।

কোভিড-১৯ সংক্রমণ নিয়ে শঙ্কিত থাকলে ট্রেসিং ফিচারটি ব্যবহার করতে পারবেন সিমেন্স কর্মীরা। যুক্তরাষ্ট্রের সফটওয়্যার ডেভেলপার সেলসফোর্সের সঙ্গে মিলে অংশিদারিত্বে ট্রেসিং ফিচারটি তৈরি করেছে সিমেন্স।

সিমেন্স জানিয়েছে, কোনো সংক্রমণের খবর এলে কর্মক্ষেত্রে কোন টেবিলটি এড়িয়ে চলতে হবে, তাও জানাতে পারবে অ্যাপটি।

প্রথমে সিমেন্সের এক হাজার তিনশ’ কার্যালয় ও কারখানার অর্ধেকের জন্য আসছে অ্যাপটি।

গত সপ্তাহেই সিমেন্স জানিয়েছে, কর্মীদেরকে সপ্তাহে দুই থেকে তিন দিন বাসা থেকে কাজ করতে দেবে প্রতিষ্ঠানটি।