করোনাভাইরাস: ভারতে ‘সেইফটি স্ক্রিন’ লাগাচ্ছে উবার

করোনাভাইরাসের সংক্রমণ থেকে যাত্রী ও চালককে সুরক্ষা দিতে ‘সেইফটি স্ক্রিন বা সেইফটি ককপিট’ লাগানোর ঘোষণা দিয়েছে উবার। প্রাথমিকভাবে ২০ হাজার প্রিমিয়ার সেডানে এই নিরাপত্তা পর্দা লাগাবে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2020, 05:40 PM
Updated : 22 July 2020, 05:40 PM

রাইড হেইলিং সেবাদাতা প্রতিষ্ঠানটি বলছে, ইতোমধ্যেই তারা আট হাজার গাড়িতে এই নিরাপত্তা পর্দা লাগিয়েছে। পর্দা লাগানোর খরচ বহন করছে উবার, চালকরা এটি পাচ্ছেন বিনামূল্যে-- খবর আইএএনএস-এর।

গাড়িতে চালক এবং যাত্রীর মাঝামাঝি মেঝে থেকে ছাদ পর্যন্ত থাকবে স্বচ্ছ প্লাস্টিকের এই উদ্ভাবনী এবং সুরক্ষা পর্দা।

গাড়িতে শারীরিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি জলকণা এবং ভাইরাস স্থানান্তর আটকাবে এই পর্দা।

উবার ইন্ডিয়া এবং সাউথ এশিয়ার সেন্ট্রাল অপারেশনস প্রধান পাভান ভাইশ বলেন, “ভারতের বাজারে সেইফটি ককপিটের যাত্রা শুরুর পর, উবার দল এখন উদ্ভাবন চালিয়ে যাবে, যাতে আমাদের চালক এবং যাত্রীদের জন্য সবচেয়ে ভালো অভিজ্ঞতা আনা যায়।”

করোনাভাইরাস মোকাবেলায় বৈশ্বিক পর্যায়ে পাঁচ কোটি মার্কিন ডলারের সুরক্ষা পণ্য কিনেছে উবার।

প্রতিষ্ঠানটি বলছে, ৩০ লাখের বেশি ফেইস মাস্ক, মোটো রাইডারদের জন্য ১২ লাখ শাওয়ার ক্যাপ, দুই লাখ বোতল জীবানুনাশক এবং দুই লাখ বোতল স্যানিটাইজার কিনেছে তারা। ভারতে চালক এবং অংশীদারদেরকে বিনামূল্যে এই সুরক্ষা পণ্যগুলো বিতরণ করেছে প্রতিষ্ঠানটি।

মহামারীর প্রভাবে সুরক্ষার পাশাপাশি বিশ্বজুড়েই কর্মী ছাঁটাই করেছে উবার। ভারতে ছয়শ’ পূর্ণকালীন কর্মী ছাঁটাই করেছে প্রতিষ্ঠানটি।