এবার সুপারকম্পিউটারে নাম লেখাচ্ছে এনভিডিয়া!

কিছুদিন আগেই বাজারমূল্যের বিচারে পেছনে ফেলেছে চিপ নির্মাতা শীর্ষ প্রতিষ্ঠান ইনটেলকে। এবার নতুন এক দিগন্তে নজর বাড়িয়েছে চিপ নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান এনভিডিয়া।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2020, 08:10 AM
Updated : 22 July 2020, 08:48 AM

কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক দ্রুততম সুপারকম্পিউটার তৈরিতে জোট বেঁধেছে এনভিডিয়া ও ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা। উচ্চশিক্ষার কাজে সুপারকম্পিউটারটি ব্যবহারের লক্ষ্য রয়েছে নির্মাতাদের। -- খবর রয়টার্সের।

মঙ্গলবার এ ব্যাপারে জানিয়েছে এনভিডিয়া। পুরো প্রকল্পটি সাত কোটি ডলারের। ওই সাত কোটি ডলারের মধ্যে আড়াই কোটি ডলারের হার্ডওয়্যার, সফটওয়্যার দেবে প্রতিষ্ঠানটি। বাদবাকি সাড়ে চার কোটি ডলার আসবে বিশ্ববিদ্যালয় থেকে।

উল্লেখ্য, এনভিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা ক্রিস মালাচোওস্কি ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার প্রাক্তন শিক্ষার্থী।

এনভিডিয়া চিপের মাধ্যমে নিজেদের বর্তমান সুপারকম্পিউটার ‘হাইপারগেটর’-এর কর্মক্ষমতাও বাড়াতে চাইছে বিশ্ববিদ্যালয়টি। ২০২১ সাল নাগাদ কার্যকর হয়ে যাওয়ার কথা রয়েছে হাইপারগেটরের। 

কম্পিউটার ব্যবহারকারীদের জন্য এনভিডিয়া একটি পরিচিত নাম। দীর্ঘদিন ধরেই ব্যক্তিগত কম্পিউটারের জন্য উচ্চক্ষমতার গ্রাফিক্স চিপ সরবরাহ করে আসছে প্রতিষ্ঠানটি। এখন গবেষকরাও এনভিডিয়ার সাহায্য নিচ্ছেন। কম্পিউটারকে ছবি আরও ভালো করে চেনানোর মতো কাজে ডেটা সেন্টারের কৃত্রিম বুদ্ধিমত্তাকে দক্ষ করে তুলতে এনভিডিয়ার চিপ ব্যবহার করা শুরু করেছেন গবেষকরা।